Advertisement

Tollywood Gossip: টেলিপাড়ায় ফের বিচ্ছেদ! পরিচালক-স্বামীর সঙ্গে ঘর ভাঙছে এই নায়িকার?

Tollywood Gossip: টেলিপাড়ার গুঞ্জন, বেশ অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন। কিন্তু বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তাঁরা।

ঘর ভাঙছে সিরিয়ালের এই নায়িকার?ঘর ভাঙছে সিরিয়ালের এই নায়িকার?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 3:40 PM IST
  • টেলিপাড়ার গুঞ্জন, বেশ অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের।

টেলিপাড়ায় একদিকে যেমন বিয়ে, নতুন অতিথি আসার খবরে সরগরম। তেমনি সম্পর্ক ভাঙার খবরও শোনা যাচ্ছে। টেলিপাড়ার পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। যাঁকে মিঠিঝোরা সিরিয়ালে শৌর্যর বৌদি চরিত্রে এবং অমরসঙ্গী সিরিয়ালেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন রিয়া। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই অভিনেত্রী জানিয়ে দিলেন যে তাঁর সঙ্গে স্বামীর বিচ্ছেদের কথা। হঠাৎ এই পোস্ট দেখার অনেকেই অবাক হয়ে গিয়েছেন। 

সোমবার সকালে আচমকাই রিয়া একটি পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে। যেখানে লেখা রয়েছে, 'আজ (সোমবার) থেকে আমার সঙ্গে অরিন্দম চক্রবর্তীর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমায় কিছু জিজ্ঞেস করবেন না (কাজের বিষয়ে)। ধন্যবাদ।' অনেকেরই মনে হচ্ছে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। অরিন্দম ও রিয়ার দুই সন্তানও রয়েছে। কিন্তু কেন এই পোস্ট বা সত্যিই বিচ্ছেদ হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি। 

রিয়ার স্বামী অরিন্দম পেশায় পরিচালক। হঠাৎ কী এমন হল রিয়া-অনির্বাণের দাম্পত্যে? যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই। চলতি বছর দীপাবলিতে অরিন্দম ও দুই ছেলেমেয়েকে নিয়ে সময় কাটিয়েছিলেন রিয়া। কিন্তু এর মাঝেই বিচ্ছেদের খবরে অবাক হয়েছেন নেটিজেনরা। কালীপুজোর সময়ও স্বামী ও দুই সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে রিয়াকে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টেলিপাড়ার গুঞ্জন, বেশ অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন রিয়া-অরিন্দম। কিন্তু বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তাঁরা। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া পেজে রিয়া বেশ সক্রিয় থাকেন। নিজের রিলস-ফটোশ্য়ুটের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মাঝে মাঝেই রিয়াকে এদিক-ওদিক বেড়িয়ে পড়তে দেখা যায়। সেই ছবিও তিনি পোস্ট করে থাকেন। মিঠিঝোরা সিরিয়ালে রিয়ার চরিত্র বেশ নজর কেড়েছে দর্শকদের।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, এর আগেও নবনীতা দাস ফেসবুকে পোস্ট করেই তাঁর সঙ্গে জিতু কমলের আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। তার পর কম জলঘোলা হয়নি। একের পর এক মন্তব্য করেছিলেন নবনীতা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন জীতু। ২০২৩ সালের শেষে আইনিভাবে বিচ্ছেদ হয় তাঁদের। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন রিয়া?

Advertisement

Read more!
Advertisement
Advertisement