Advertisement

Amitabh Bachchan Temple Kolkata: দেবাসনে বিগ বি, চালিশা পাঠ, কলকাতায় কোথায় অমিতাভ বচ্চনের মন্দির?

Amitabh Bachchan Temple: ভারতীয় সিনেমার স্তম্ভ হিসাবে যাঁকে দেখা হয়, সেই অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন শনিবার, ১১ অক্টোবর। আগের দিন রাত থেকেই মুম্বইতে তাঁর বাংলো জলসাতে ভক্ত-অনুগামীদের উপচে পড়া ভিড়। বিগ বি-কে একবার দেখার জন্য রাত থেকেই বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সকলে।

কলকাতায় কোথায় রয়েছে অমিতাভের মন্দির?কলকাতায় কোথায় রয়েছে অমিতাভের মন্দির?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 4:18 PM IST
  • ভারতীয় সিনেমার স্তম্ভ হিসাবে যাঁকে দেখা হয়, সেই অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন শনিবার, ১১ অক্টোবর।

ভারতীয় সিনেমার স্তম্ভ হিসাবে যাঁকে দেখা হয়, সেই অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন শনিবার, ১১ অক্টোবর। আগের দিন রাত থেকেই মুম্বইতে তাঁর বাংলো জলসাতে ভক্ত-অনুগামীদের উপচে পড়া ভিড়। বিগ বি-কে একবার দেখার জন্য রাত থেকেই বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সকলে। গোটা বিশ্বজুড়ে অমিতাভ বচ্চনের ফ্যানেদের সংখ্যা নেহাত কম কিছু নয়। তবে জানেন কি খোদ কলকাতায় রয়েছে অমিতাভ বচ্চনের মন্দির? সেখানে কীভাবে যাবেন, রইল তাঁর খোঁজ।

খোদ কলকাতায় অমিতাভ বচ্চনের মন্দির রয়েছে, তা অনেক লোকই জানেন না। দক্ষিণ কলকাতার তিলজলাতেই রয়েছেন বচ্চন ধাম। সেখানেই ভগবান রূপে নিত্য পুজো পান বিগ বি। সব মন্দিরের মতোই এই মন্দিরেও রয়েছে কিছু নিয়ম-কানুন। এখানে নিয়ম মেনেই পুজো করা হয় সিনিয়র বচ্চনকে। রোজ সকাল-বিকেল ঘণ্টা দুয়েকের জন্য খোলা থাকে এই মন্দির। সকালে ১০টা থেকে ১১টা এবং বিকেলে ৫টা থেকে ৭টা। মূর্তির উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। যা স্বয়ং অমিতাভ বচ্চনের উচ্চতার সমান।

ছবি সৌজন্যে: ফেসবুক

পরণেও রয়েছে চমক। মন্দিরের যে সিংহাসনে স্বয়ং অমিতাভ বচ্চনের মূর্তি বিরাজ করছে, সেই সিংহাসনটি বচ্চনের ‘একেএস’ ছবিতে দেখানো সিংহাসন। পায়ের জুতোটি ‘কুলি’ সিনেমায় ব্যবহৃত চামড়ার জুতো। স্যুট ও চশমা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি এপিসোড থেকে নেওয়া। পুজোর সময় যে মন্ত্রোচ্চারণ করা হয় তা হল — ‘জয় শ্রী অমিতাভ’। নিত্যপাঠের জন্য রয়েছে ‘অমিতাভ চালিশা’ও। যেটি কিনা ‘হনুমান চালিশা’র অনুসরণে তৈরি। 

মন্দিরে ঢুকলেই মনে হবে আপনি অমিতাভ বচ্চনের জগতে এন্ট্রি নিয়ে ফেলেছেন। তাঁর প্রথম সিনেমা থেকে শেষ সিনেমা, কলকাতায় আসার প্রতিটা মুহূর্ত, জন্মদিনে কাটানো সময় সবটাই সাজিয়ে ফ্রেমে বাঁধানো রয়েছে এই মন্দিরে। মিতাভের এই মন্দিরের মূলত দেখাশোনা করেন সন্দীপ পতৌদি। তাঁদের একটি অ্যাসোসিয়েশনও রয়েছে। ২০০১ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। ২০১৭ সালে এখানে অমিতাভ বচ্চনের মূর্তি বসে। অমিতাভ বচ্চনের প্রতি ভালোবাসা থেকেই এই মন্দির তৈরি। তিলজলা অঞ্চলের স্থানীয় বাসিন্দারাও প্রতিদিন নিয়ম করে ঘুরে যান এই মন্দিরে। বর্তমানে বচ্চন ধাম চালায় অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশন

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

অমিতাভের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছরই এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই বছরও বিগ বি-এর ৮৩তম জন্মদিনে অমিতাভের মূর্তিতে মালা দিয়ে, আরতি করে পুজো করা হয়। জন্মদিনে কেক কাটার রেওয়াজও রয়েছে। এই মন্দিরের কথা স্বয়ং অমিতাভও জানেন। আপনিও যেতে পারেন এই মন্দিরে। রইল ঠিকানা।

মন্দিরের নাম-বচ্চন ধাম
ঠিকানা-১০/এ, ৬৮ শ্রীধর রায় রোড, কুষ্টিয়া, তিলজলা, কলকাতা ৩৯  

Read more!
Advertisement
Advertisement