Advertisement

Kartik Aaryan: গ্যাংটকের রাস্তায় কার্তিক আরিয়ানকে ঘিরে ভক্তদের উল্লাস, দেখুন সেই VIDEO

Kartik Aaryan: মার্চ-এপ্রিলের এই সময়টা উত্তরবঙ্গ এমনই মনোরম। প্রকৃতি যেন দুই হাত ঢেলে সাজিয়ে দেয় তাকে। আর সেখানেই শ্যুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় অনুরাগ বসুর আগামী ছবির শ্যুটিং চলছে রমরমিয়ে। ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের শ্যুটিংয়ের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

গ্যাংটকের রাস্তায় কার্তিক আরিয়ানগ্যাংটকের রাস্তায় কার্তিক আরিয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2025,
  • अपडेटेड 2:38 PM IST
  • মার্চ-এপ্রিলের এই সময়টা উত্তরবঙ্গ এমনই মনোরম।

মার্চ-এপ্রিলের এই সময়টা উত্তরবঙ্গ এমনই মনোরম। প্রকৃতি যেন দুই হাত ঢেলে সাজিয়ে দেয় তাকে। আর সেখানেই শ্যুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় অনুরাগ বসুর আগামী ছবির শ্যুটিং চলছে রমরমিয়ে। ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের শ্যুটিংয়ের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এবার ভাইরাল হল কার্তিক আরিয়ানের আরও একটি ভিডিও। যেখানে রাস্তাতেই তাঁকে ছেঁকে ধরেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। 

কার্তিক আরিয়ানের এই ভিডিওটি গ্যাংটকের রাস্তায় তোলা। ভিডিওতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান সবুজ রঙের জ্যাকেট পরে রয়েছেন। তাঁর চারপাশে নিরাপত্তারক্ষী, অভিনেতা তাঁর গাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ঘিরে ধরেছেন সকলে। কার্তিক মাঝ রাস্তাতেই থেমে গিয়ে শিশুদের সঙ্গে সেলফি নেন, কেউ কেউ অভিনেতাকে ফুলও দেন আবার অটোগ্রাফও দেন অনেককে। তবে সেই ভিড়ের মধ্যেই কার্তিক আরিয়ান গাড়িতে উঠে পড়েন। 

ভুল ভুলাইয়া সিক্যুয়েলের পর কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। আর অভিনেতার প্রতি মানুষের সেই উন্মাদনাই দেখা গেল গ্যাংটকের ভিড়ে ঠাসা রাস্তায়। প্রসঙ্গত, অনুরাগ বসুর আগামী ছবিতে অভিনয় করছেন কার্তিক ও শ্রীলীলা। ইতিমধ্যেই তাঁদের শিলিগুড়িতে শ্যুটিং সারা হয়ে গিয়েছে। সেখান থেকে কার্তিক ও শ্রীলালা রোম্যান্টিক ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। কার্তিক আরিয়ান ও শ্রীলীলা-- এমনিতেই তাঁদের প্রেমের গুঞ্জনে এই মুহূর্তে ছয়লাপ বলিউড। এবার তাঁরাই কয়েকদিনের ঠিকানা বানিয়েছেন শিলিগুড়ির জনবহুল রাস্তা, ডুয়ারসের নৈসর্গিক দৃশ্য, আর দার্জিলিংয়ের পাহাড়ে। সেখানকার চা বাগানকে সাক্ষী রেখে একে অপরের চোখে বুঁদ হয়ে আছেন কার্তিক ও শ্রীলীলা। 

অনুরাগের এই নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি।প্রযোজনায় রয়েছে ভূষণ কুমারের টি-সিরিজ। যদিও প্রথমদিকে আশিকী ৩ বলে ঘোষণা করা হয়েছিল। শ্রীলীলার জায়গায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল তৃপ্তি দিমরির। তবে তিনি বাদ পড়েছেন। শোনা যাচ্ছে, তাঁর মুখের মধ্যে সেই সারল্য নাকি খুঁজে পাননি অনুরাগ। কার্তিক ও শ্রীলীলা এক্কেবারেই নতুন জুটি। তবে এই জুটি দর্শকদের কতটা পছন্দ হয় সেটাই দেখার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement