Advertisement

Pankaj Tripathi: মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হঠাৎ হাজির পঙ্কজ ত্রিপাঠী, একসঙ্গে সারলেন ব্রেকফাস্ট

Pankaj Tripathi: এই শহরের সঙ্গে প্রাণের সম্পর্ক বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। বাঙালি মেয়ে মৃদুলাকে বিয়ে করে এই বাংলার জামাই বলা চলে অভিনেতাকে। আর এই শহরে আসলেই পঙ্কজ ঢুঁ মারেন তাঁর পুরনো বন্ধু-চেনা পরিচিতদের বাড়িতে।

মেয়র ফিরহাদের বাড়িতে পঙ্কজ ত্রিপাঠীমেয়র ফিরহাদের বাড়িতে পঙ্কজ ত্রিপাঠী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2024,
  • अपडेटेड 10:47 AM IST
  • এই শহরের সঙ্গে প্রাণের সম্পর্ক বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর।

এই শহরের সঙ্গে প্রাণের সম্পর্ক বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। বাঙালি মেয়ে মৃদুলাকে বিয়ে করে এই বাংলার জামাই বলা চলে অভিনেতাকে। আর এই শহরে আসলেই পঙ্কজ ঢুঁ মারেন তাঁর পুরনো বন্ধু-চেনা পরিচিতদের বাড়িতে। তেমনই শনিবার কালীন ভাইয়াকে দেখা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি লেন্সবন্দি করে রেখেছেন মেয়রের মেয়ে প্রিয়দর্শনী হাকিম। 

হালকা শীতের পরশ মেখে পঙ্কজ ত্রিপাঠী এদিন ব্রেকফাস্ট সারতে চলে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। চেক শার্ট ও তার ওপরে শীতের জ্যাকেট আর মাথায় কালো টুপি। মুখে চেনা হাসি নিয়েই ফিরহাদ হাকিমের গোটা পরিবারের সঙ্গে ছবি তুললেন পঙ্কজ ত্রিপাঠী। ফিরহাদের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ। তাই কাজের ফাঁকে চেনা মানুষজনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলেন অভিনেতা। 

শোনা যাচ্ছে, কাজের সুবাদেই কলকাতায় এসেছেন পঙ্কজ। কলকাতার সংস্কৃতি থেকে খাবারদাবার, সব কিছুই অভিনেতার ভীষণ প্রিয়। কাজের সূত্রেও একাধিক বার একাধিক কলকাতায় ছুটে এসেছেন তিনি। বিভিন্ন ছবির শ্যুটিংয়েও পঙ্কজকে শহরের অলিতে-গলিতে দেখা গিয়েছে। ফিরহাদ হাকিম ছাড়াও প্রিয়দর্শিনীর সঙ্গে সেলফি নিতে দেখা গিয়েছে অভিনেতাকে। স্ত্রী-২ এর পর বাঙালি অভিনেতা অনুরাগ কাশ্যপের ছবি ‘মেট্রো ইন দিনও’-তে দেখা যাবে তাঁকে। সে কারণেই এবারের  কলকাতা সফর। শনিবার সকালে কাজের চাপের মাঝেও কলকাতা ঘুরে দেখার পাশাপাশি সকাল সকাল চেতলায় পৌঁছে চমক দিলেন পঙ্কজ।

বলিউড অভিনেতা পঙ্কজের অভিনয় এককথায় অসাধারণ। তাঁর অভিনয়ে মুগ্ধ সকলে। বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেতা হলেও নিজের শিকড়কে একেবারেই ভুলে যাননি পঙ্কজ। কেরিয়ারে তিনি সু-প্রতিষ্ঠিত নাম। তবে বিহার থেকে উঠে আসা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির জীবনের শুরুটা কিন্তু এমন ছিল না। একটা সময় ছিল পেট চালাতে পটনার হোটেলে কাজ করতেন পঙ্কজ। আর মনের খোরাক জোগাতে করতেন থিয়েটার। অভিনেতার জীবন সত্যিই নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার মতো। স্ত্রী মৃদুলার সঙ্গেও বিয়েটা হয়েছে অনেক কাঠখড় পেরিয়ে। আজও পঙ্কজের মা তাঁর বউমাকে মেনে নিতে পারেনি বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতার স্ত্রী মৃদুলা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement