Advertisement

Anaya Panday: সার্জারি করিয়ে নিতম্ব বড় করেছেন? ট্রোলের শিকার অনন্যা কী বলছেন?

Anaya Panday: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে চর্চা কম হয় না। এমনিতেই স্বজনপোষণ নিয়ে বার বার তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, চাঙ্কি পাণ্ডের কন্যার শরীর নিয়েও আলোচনা প্রায়ই হয়ে থাকে। আর নায়িকা নিজের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করলেন সম্প্রতি।

অনন্যা পাণ্ডেঅনন্যা পাণ্ডে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 May 2025,
  • अपडेटेड 7:32 PM IST
  • বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে চর্চা কম হয় না।

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে চর্চা কম হয় না। এমনিতেই স্বজনপোষণ নিয়ে বার বার তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, চাঙ্কি পাণ্ডের কন্যার শরীর নিয়েও আলোচনা প্রায়ই হয়ে থাকে। আর নায়িকা নিজের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করলেন সম্প্রতি। অনন্যা জানিয়েছেন যে তিনি অনেক ছোট বয়স থেকেই বলিউডে কাজ করছেন। আর সেই সময় তিনি রোগা হওয়ার কারণে নায়িকার শরীর নিয়ে কম হাসি-ঠাট্টা হয়নি।

এক পডকাস্টে এসে অনন্যা  আড্ডা দিতে গিয়ে খোলাখুলি তাঁর শরীর নিয়ে করা কটাক্ষ সম্পর্কে কথা বলেন। প্রসঙ্গত, অনন্যার চেহারা আর আগের মতো নেই। এখন বেশ আকর্ষণীয় চেহারার অধিকারী তিনি। কিন্তু নেটিজেনদের সেটা নিয়েও সমস্যা। আর এরপরই রটে যায় যে তিনি নাকি নিতম্বের অপারেশন করিয়েছেন, যেটাকে বাট সার্জারি বলা হয়। অনন্যা বলেন, 'তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। বলতো আমার নাকি পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো।' 

অনন্যা আরও বলেন, 'কেউ আবার বলত তোমার চেহাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তনও নেই, তোমার তো নিতম্বও নেই। এই সব বহু শুনেছি।' বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে। তার পরেও নানা তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাঁকে। অনন্যার কথায়, 'আমি স্বাভাবিকভাবেই বড় হয়েছি। আমার চেহারাও ভারী হচ্ছে স্বাভাবিক ভাবেই। কিন্তু বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে দেখতে যেমনই লাগুক, কটাক্ষ শুনতেই হবে। কিছু সমালোচনা করবেই। বিশেষ করে মহিলাদের উদ্দেশে তির্যক মন্তব্য করা হবেই। পুরুষদের এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না।'

অভিনেত্রী আরও বলেন, 'আপনার চেহারার আকার কেমন, কোন সাইজের তা নিয়ে কিচ্ছু আসে যায় না। মানুষ কোনও না কোনও বিষয় নিয়ে সব সময়ই আলোচনা করে থাকেন।' অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা। তারকা-সন্তান তকমা থাকার কারণে বার বার সমালোচিত হয়েছেন। তবে পরবর্তীকালে অনন্যার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কেশরি চ্যাপ্টার ২-তে অনন্যার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। এছাড়াও ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। ‘কল মি বে’ সিজন ২-এর শ্যুটিংয়ে এখন ব্যস্ত অনন্যা।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement