Advertisement

Nora Fatehi Car Accident: পথ দুর্ঘটনার কবলে নোরা ফতেহি, এখন কেমন আছেন নায়িকা?

Nora Fatehi Car Accident: পথ দুর্ঘটনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। অভিনেত্রীর গাড়ি মুম্বইতে দুর্ঘটনার মুখে পড়ে। এক মত্ত চালক নোরার গাড়িতে ধাক্কা মেরে দেয়।

নোরা ফতেহিনোরা ফতেহি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 10:58 AM IST
  • পথ দুর্ঘটনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি।

পথ দুর্ঘটনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। অভিনেত্রীর গাড়ি মুম্বইতে দুর্ঘটনার মুখে পড়ে। এক মত্ত চালক নোরার গাড়িতে ধাক্কা মেরে দেয়। তবে এই দুর্ঘটনায় কোনও গুরুতর চোট পাননি নোরা। তিনি একদম সুস্থ আছেন। শনিবার রাতে নোরা এই দুর্ঘটনার মুখে পড়েন। 

জানা গিয়েছে, নোরা শনিবার রাতে মুম্বইয়ের ডিজে ডেভিড গুপ্তার কনসার্টে যাচ্ছিলেন। ঠিক তখনই এক মত্ত চালক তাঁর গাড়ি দিয়ে নোরার গাড়িতে ধাক্কা মারেন। মুম্বই পুলিশের পক্ষ থেকে নোরা এই দুর্ঘটনা নিশ্চিত করা হয়েছে। পুলিশের বয়ান অনুযায়ী, নোরা ফতেহি মুম্বইয়ে এক পথ দুর্ঘটনার মুখে পড়ে। এক মদ্যপ চালক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তবে নোরার কোনও আঘাত লাগে নি। অভিনেত্রীকে তিনি তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে অভিনেত্রী একদম ঠিক আছেন। 

পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। নোরা দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্য়ে উদ্বিগ্ন দেখা দেয়। তবে আঘাত না পেলেও, নোরাকে চিকিৎসকরা এখন বিশ্রামে থাকার পরামরশ দিয়েছেন। যদিও নোরা সেই পরামর্শ কানে তোলেননি। হাসপাতাল থেকে বেরিয়েই রওনা দেন তাঁর গন্তব্যে।  খবর, তাঁর গাড়িতে আমেরিকার শিল্পী ডেভিড গুয়েটার ছিলেন। তাঁরা একসঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে যাচ্ছিলেন।

নোরা শনিবার রাতের কনসার্টে মঞ্চে ডেভিড গুয়েটারের সঙ্গে যোগ দেন, সেখানে নিজের পরবর্তী আন্তর্জাতিক এককের ঝলক সামনে আনেন নোরা। জানা গিয়েছে, শিল্পী তার পরবর্তী গ্লোবাল একক টিজ করতে যাচ্ছেন যেখানে ডেভিড গুয়েটার এবং আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী, এবং তিনি এই গানে কণ্ঠ দিয়েছেন। নোরা সম্প্রতি জিমি ফ্যালন শো-তে গান পরিবেশন করে তাক লাগান জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে। গানের পাশাপাশি অভিনয়েরও বেশ কিছু প্রোজেক্ট হাতে রয়েছে নোরার। হরর ফিল্ম কাঞ্চনা ৪ এবং কেডি: দ্য ডেভিল-এ দেখা যাবে নোরাকে। এ বছর নোরার প্রজেক্টের মধ্যে রয়েছে 'বি হ্যাপি', 'উফ ইয়ে সিয়াপ্পা' এবং ঈশান খট্টরের বিপরীতে ওয়েব সিরিজ 'দ্য রয়্যালস'।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement