Advertisement

Bharti Singh: 'মহাকুম্ভে মরতে যাব নাকি?' ভারতীর বেফাঁস মন্তব্য, চটে লাল সনাতনীরা

Bharti Singh: এই বছর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা রীতিমতো চর্চায়। দেশ-বিদেশ থেকে অগুণিত ভক্ত থেকে শুরু করে বলিউড সেলেবরাও ত্রিবেণ সঙ্গমে ডুবকি দিতে ভিড় জমিয়েছেন কুম্ভতে। ১৩ জামুয়ারি থেকে জমজমাট কুম্ভ। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করে চলেছেন একের পর এক বলিউড তারকা।

কুম্ভ নিয়ে বেফাঁস মন্তব্য ভারতীরকুম্ভ নিয়ে বেফাঁস মন্তব্য ভারতীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 12:18 PM IST
  • এই বছর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা রীতিমতো চর্চায়।

এই বছর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা রীতিমতো চর্চায়। দেশ-বিদেশ থেকে অগুণিত ভক্ত থেকে শুরু করে বলিউড সেলেবরাও ত্রিবেণ সঙ্গমে ডুবকি দিতে ভিড় জমিয়েছেন কুম্ভতে। ১৩ জামুয়ারি থেকে জমজমাট কুম্ভ। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করে চলেছেন একের পর এক বলিউড তারকা। মৌনী অমাবস্যার মর্মান্তিক পদপিষ্টের ঘটনা বা একাধিকবার কুম্ভমেলায় ঘটা অগ্নিকাণ্ড পুণ্যার্থীদের উচ্ছ্বাস দমাতে পারেনি। ব্যস্ততা তুঙ্গে থাকলেও সময় বের করে ঠিকই পৌঁছে যাচ্ছেন কুম্ভে। এবার সেই কুম্ভে যাওয়া নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন কমেডিয়ান ভারতী সিং। 

সম্প্রতি মুম্বইতে কমেডিয়ান ভারতী সিংকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। সেখানেই তারা তাঁকে জিজ্ঞাসা করেন তিনি কি মহাকুম্ভে ঘুরতে যাবেন? এর উত্তরে ভারতী বলেন, 'অজ্ঞান হয়ে মরতে যাব নাকি মহাকুম্ভে? নাকি প্রিয়জনের থেকে আলাদা হতে যাব?' এরপর নিজেকে কিছুটা সামলে নিয়ে কমেডিয়ান বলেন, 'আসলে আমি সত্যিই মহাকুম্ভে যেতে চেয়েছিলাম। কিন্তু নিত্যদিন সেখান থেকে এমন দুঃখজনক খবর শুনতে পাচ্ছি যে, আর যাওয়ার ইচ্ছে নেই। আর আমার ছেলে গোলাকে নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবতেও পারছি না। প্রশ্নই ওঠে না।'

ভারতী সিংয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভারতীর মুখে এ ধরনের কথা শুনে রেগে আগুন সনাতনীরা। অনেকেই কমেডিয়ানকে ট্রোল করেন। এককথায় মহাকুম্ভে যাওয়া নিয়ে ভারতী সিংয়ের বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় নিন্দের ঝড়! এর আগেও ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে হর্ষকে বলতে শোনা গিয়েছে যে তিনি ও ভারতী সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা টিভিতে আলাদা আলাদা কাজ করবেন। হর্ষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে ভারতী তাঁর থেকে বেশি জনপ্রিয় আর সব সময় একসঙ্গে তাঁদের দেখা যায় বলে হর্ষের ওপর সেই প্রভাব পড়ছে। তাই তাঁরা আলাদা কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

নীনা গুপ্তা, প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় মিশ্র, রাজকুমার রাও সহ একাধিক বলিউড তারকাদের মহাকুম্ভে দেখা গিয়েছে। প্রসঙ্গত, মহাকুম্ভে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। পদপিষ্টের মতো ঘটনার পর প্রায় রোজই আগুন লাগার খবরও আসছে। সম্প্রতি মহাকুম্ভের সেক্টর ১৮-তে আগুন লাগে।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement