Advertisement

Ranveer-Sara Arjun: 'ধুরন্ধর'-এ রণবীরের সঙ্গে মাখোমাখো প্রেম সারা অর্জুনের, দুজনের বয়সের ফারাক জানেন?

Ranveer-Sara Arjun: রবিবার রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনের দিনই সামনে এসেছে তাঁর আগামী ছবি ধুরন্ধর-এর প্রথম ঝলক। আর প্রথম ঝলক সামনে আসতেই শুরু হল বিতর্ক। পর্দায় ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করবেন তিনি।

রণবীর ও সারা অর্জুনরণবীর ও সারা অর্জুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 6:18 PM IST
  • রবিবার রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনের দিনই সামনে এসেছে তাঁর আগামী ছবি ধুরন্ধর-এর প্রথম ঝলক।

রবিবার রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনের দিনই সামনে এসেছে তাঁর আগামী ছবি ধুরন্ধর-এর প্রথম ঝলক। আর প্রথম ঝলক সামনে আসতেই শুরু হল বিতর্ক। পর্দায় ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করবেন তিনি। আর এই নিয়েই বি-টাউনে চর্চা জোরদার। রণবীরের আগে এই দলে নাম লিখিয়েছেন সলমন খান, যিনি ৩১ বছরের ছোট অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হন এবং কিছুদিন আগে সিতারে জমিন পর ছবিতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খানও। 

৪০ বছরের অভিনেতাকে ২০ বছরের সারা অর্জুনের সঙ্গে প্রেম করতে দেখা যাবে পর্দায়, এখন এই নিয়েই চলছে জোরদার তরজা। ধুরন্ধর-এর প্রথম ঝলকে রণবীর সিংয়ের উগ্র অবতার ও তাঁর মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে এরই পাশাপাশি ২০ বছর বয়সী নায়িকার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। রবিবার ৪০-এ পা রাখলেন রণবীর। এ দিকে তাঁর নতুন ছবির নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। 

কিন্তু কে এই সারা অর্জুন? দক্ষিণী ছবিতে জনপ্রিয় শিশুশিল্পী সারা অর্জুন। হিন্দিতেও সারা অভিনয় করেছেন। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা। সম্প্রতি সারাকে মণি রত্নমের ছবি পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন। তবে এই ধুরন্ধর ছবিতে সারার চরিত্র এখনও সামনে আসেনি। 

ছবির প্রথম ঝলকেই সারা ও অর্জুনের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর ও সারা ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মহাদেবন, অর্জুন রামপাল। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement