Advertisement

Actor Dev: বুড়ো আঙুলে 'ক্যাপ' পরা, চোট পেলেন নাকি দেব?

Actor Dev: টলিপাড়ায় জমিয়ে ভাইফোঁটা সেরেছেন সব তারকারাই। বাদ নেই কেউই। সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার ভাইফোঁটার ছবি রীতিমতো ভাইরাল। প্রতি বছরের মতো দেব ফোঁটা নিয়েছেন তাঁর বোন দীপালির কাছে। আর ফোঁটা নিলেন হেভিওয়েট তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডেও।

দেবের পায়ে চোটদেবের পায়ে চোট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 11:55 AM IST
  • তবে ভাইফোঁটার এই ছবিগুলোতে যেটা চোখ এড়ালো না তা হল দেবের পা।

টলিপাড়ায় জমিয়ে ভাইফোঁটা সেরেছেন সব তারকারাই। বাদ নেই কেউই। সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার ভাইফোঁটার ছবি রীতিমতো ভাইরাল। প্রতি বছরের মতো দেব ফোঁটা নিয়েছেন তাঁর বোন দীপালির কাছে। আর ফোঁটা নিলেন হেভিওয়েট তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডেও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল। তবে ভাইফোঁটার এই ছবিগুলোতে যেটা চোখ এড়ালো না তা হল দেবের পা। বুড়ো আঙুলে ক্যাপ দেখে ভক্ত-অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। 

কী হল টলিপাড়ার সুপারস্টারের? অনেকের মনেই অনেক ধরনের চিন্তা। কেউ মনে করছেন পায়ে চোট পেয়েছেন আবার কারোর মতে পায়ের হাড় ভেঙে গিয়েছে। আর এই চোট পাওয়া পায়েই হাসিমুখে ফোঁটা নিলেন শ্রেয়ার কাছে। দেবের টিমের পক্ষ থেকে জানা গিয়েছে যে দেবের পায়ের বুড়ো আঙুলের হাড় বেড়ে গিয়েছে। যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। তার জন্যই পায়ে ক্যাপ পরে আছেন দেব। আর এই পা নিয়েই ভাইফোঁটা সেরেছেন অভিনেতা। 

আসলে দেব খুব কম বিশ্রামের সময় পান। গোটা বছর ধরেই চলে শ্যুটিং, প্রচার সহ একাধিক সাক্ষাৎকার, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো কর্মকাণ্ড। কাজের চাপে খুব কম বিশ্রাম পান দেব। টানা দাঁড়িয়ে থাকতে হয় সেটে। এরপর এখন প্রচার চালানোর জন্য গোটা বাংলা চষে বেড়ান তিনি। তবে চোট-আঘাত তাঁর কাজে কোনওদিন বাঁধা হয়ে দাঁড়ায়নি। যেমন, ‘গোলন্দাজ’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁর বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল। তাই নিয়েই শ্যুটিং শেষ করেছেন দেব।   

সেই ‘ধূমকেতু’র প্রচারপর্ব থেকে শুরু হয়েছে। তার পর পুজোর চাপ। দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। ছবিমুক্তির আগে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছিলেন নায়ক। মুক্তি পাওয়ার পরেও তিনি প্রচার চালিয়ে গিয়েছেন। এর পরে, ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।  একফোঁটাও বিশ্রাম করার সময় পাচ্ছেন না তিনি। আর তারওপর বুড়ো আঙুলের হাড় বেড়ে গিয়েছে। এই সময়টা বিশ্রামের দরকার হলেও দেব বসে থাকার মানুষ নন। তাই আঙুলে ক্যাপ পরেই দেব তাঁর সব কাজ করছেন বহাল তবিয়তে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement