Advertisement

Debina Rabindra Sangeet Controversy: রবীন্দ্রনাথের 'চিত্রাঙ্গদা' নিয়ে দেবীনার অশ্লীলতা, গোটা দেশ দেখল, চূড়ান্ত নিন্দা

Debina Bonnerjee Trolled: হিন্দি সিনে দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ দেবীনা- গুরমিত। টেলিভিশন থেকে শুরু করে, নেট দুনিয়ায় তাঁদের নিয়মিত দেখা যায়। বর্তমানে এই তারকা দম্পতিকে 'পতি পত্নী অওর পাঙ্গা’ নন-ফিকশন শোতে দেখা যাচ্ছে।

দেবীনা বন্দ্যোপাধ্যায়দেবীনা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 6:31 PM IST

শিরোনামে দেবীনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্য নিয়ে প্রকাশ্যে মশকরা করে, চরম কটাক্ষের মুখে পড়তে হল তারকা দম্পতিকে। হিন্দি সিনে দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ দেবীনা- গুরমিত। টেলিভিশন থেকে শুরু করে, নেট দুনিয়ায় তাঁদের নিয়মিত দেখা যায়। বর্তমানে এই তারকা দম্পতিকে 'পতি পত্নী অওর পাঙ্গা’ নন-ফিকশন শোতে দেখা যাচ্ছে। এই শো বেশ জনপ্রিয়। তবে হঠাৎই চর্চায় তাঁরা। কী ঘটেছে? 

সম্প্রতি 'পতি পত্নী অওর পাঙ্গা'-র একটি পর্বে দেখা যায়, গুরমিতকে ঘিরে নাচছেন দেবীনা। শুধু নাচ নয়, বলা যায় নিজেদের মধ্যে মজা করছেন তাঁরা। 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্যের 'গুরু গুরু ঘন মেঘ গরজে' গানটি গাইতে থাকেন অভিনেত্রী। কুরূপার মতোই হাতে তির-ধনুকের ভঙ্গি নিয়ে তিনি গানটি গাইতে গাইতে নাচছেন। গানের সঙ্গে হাসছেন দেবীনা। শুধু তিনি নন, হেসে খুন গুরমিত সহ উপস্থিত সকলে। নেহা কক্কড়, রুবিনা দিলায়ক, অভিনব শুক্লা, স্বরা ভাস্করের স্বামী ফহাদ আহমেদকেও হেসে লুটিয়ে পড়তে দেখা গেল। 

এই নৃত্যনাট্য এবং এই গানের দৃশ্যে হাসির কোনও প্রসঙ্গই নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে তাচ্ছিল্য ও অপমান করা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। রীতিমতো ক্ষুদ্ধ হয়ে তাঁরা কমেন্ট বক্সে তাঁদের মন্তব্য লিখেছেন। চরম প্রতিবাদ হচ্ছে সমাজমাধ্যমে। অনেকেই দাবি করছেন একজন বাঙালি হয়ে কীভাবে একাজ করলেন দেবীনা। 

আরও পড়ুন

এক নেটিজেন লিখেছেন, "এটা রবীন্দ্রসঙ্গীত, আপনি চেনেন রবীন্দ্রনাথ ঠাকুর কে?" অন্য আরেকজন লেখেন, "পত্নী অ্যান্থেম??? দয়া করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে কিছু হোমওয়ার্ক করুন।" একজন লিখেছেন, "রবীন্দ্রনাথ ঠাকুর কে চেনেন? যার লেখা গান স্কুলে জাতীয় সংগীত হিসেবে গাইতেন। লজ্জা করে না তাঁর সৃষ্টি নিয়ে ভেঙ্গাতে? ছিঃ... এঁরা নাকি সেলিব্রেটি?" এখনও পর্যন্ত দেবীনা- গুরমীত এবিষয়ে কোনও মন্তব্য করেনি।  

 

Advertisement

প্রসঙ্গত, ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন গুরমিত এবং দেবীনা। ন্যাশনাল টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতিদের তালিকায় তাঁদের নাম আসে প্রথম সারিতেই। পৌরাণিক ধারাবাহিক 'রামায়ণ'-র সেটেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। ২০০৮ সালে ছোট পর্দায় সম্প্রচারিত 'রামায়ণ'-এ রাম চরিত্রে গুরমিত এবং সীতার ভূমিকায় অভিনয় করেছেন দেবীনা। প্রথমে বন্ধুত্ব থেকে সম্পর্ক জড়ান তাঁরা। সেই সম্পর্ক পরিণতি পায় ৩ বছর পর।  বিয়ের ১১ বছর পর, গত ৩ এপ্রিল প্রথম সন্তানের জন্ম দেন দেবীনা। ১১ নভেম্বর, জুটির জীবনে আসে তাঁদের দ্বিতীয় কন্যা সন্তান।

 

Read more!
Advertisement
Advertisement