Advertisement

Debolinaa Nandy Suicide Attempt: 'চোখ বুজে আসছিল...' আত্মহত্যার চেষ্টা করা দেবলীনা বললেন সেই রাতের অভিজ্ঞতা, VIDEO

সোমবার সকাল থেকেই গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ফেসবুক লাইভে এসে দেবলীনা তাঁর ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কথা সকলের সামনে তুলে ধরেন। এরপরই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর চিকিৎসা চলে।

দেবলীনা নন্দীদেবলীনা নন্দী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 10:33 AM IST
  • সোমবার সকাল থেকেই গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

সোমবার সকাল থেকেই গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ফেসবুক লাইভে এসে দেবলীনা তাঁর ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কথা সকলের সামনে তুলে ধরেন। এরপরই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর চিকিৎসা চলে। এখন অনেকটাই সুস্থ আছেন দেবলীনা। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার গায়িকার কাছের বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী হাসপাতালে দেখতে যান আর সেখানেই দেবলীনা জানিয়েছেন ঠিক কী কী ঘটেছিল সেই রাত্রে তাঁর সঙ্গে। 

সায়কের লাইভ ভিডিওতে এসে দেবলীনা বলেন, আমি হাফ কাজ করতে চাইনি, পুরো কাজ করতে চেয়েছিলাম। দরকার ছিল না এই সেকেন্ড চান্সের। মরে গেলে সব ল্যাটা চুকেই যেত। এরপর গায়িকা বলেন, তিনি গাড়িতে বসে ঘুমের ওষুধ খান। এরপর যখন তাঁর চোখ বন্ধ হয়ে আসছিল, তখন গায়িকার প্রথমে মনে হয়েছিল, স্বামী প্রবাহকে মেসেজ করি। কিন্তু দেবলীনা জানতেন বরের থেকে কোনও পাল্টা উত্তর পাওয়া যাবে না। তারপর তিনি সায়ককে মেসেজ করে জানান যে তিনি ঘুমের ওষুধ খেয়েছেন। 

Debolinaa Nandy Suicide Attempt: 'চোখ বুজে আসছিল...' আত্মহত্যার চেষ্টা করা দেবলীনা বললেন সেই রাতের অভিজ্ঞতা
সায়ক প্রথমে বিশ্বাস করতে চাননি দেবলীনার কথা। দেবলীনার ছবি মোবাইলে দেখার পর সায়ক সঙ্গে সঙ্গে গাড়ির চালককে বলেন হাসপাতালে নিয়ে যেতে। দেবলীনা বলেন, ট্যাবলেট খুলে পকেটে রেখেছি। সবাইকে বলেছিলাম মৌরী খাচ্ছি। চোখ জুড়িয়ে আসছিল ঘুমের ওষুধ খেয়ে। তখনও ভগবানকে বলছিলাম, সব ঠিক করে দাও। আর কোনও সমস্যা হবে না। ভাবতেই পারি না একসময়। মা নয় সংসার, নয় স্বামী এরকম প্রশ্নের সম্মুখীন হব। সবটা উল্টে গেল, বিয়ের আগে আমি নিজেকে, গানকে, মাকে,সবচেয়ে বেশি ভালবেসেছি। বিয়ের পর সবচেয়ে বেশি ভালবাসি স্বামী প্রবাহকে। তারপর মা, গান এবং আমি। পুরোটাই যেন বদলে গেল। 

Advertisement

হাসপাতালের বেডে শুয়ে শুয়েই দেবলীনা তাঁর কষ্টের কথাগুলো বলছিলেন। প্রসঙ্গত, সায়ক ও দেবলীনা বহুদিনের বন্ধু। একসঙ্গে একাধিক ভ্লগেও তাঁদের দেখা গিয়েছে। দেবলীনার এই দুর্দিনেও সায়ক তাঁর পাশে সব সময় থেকেছেন। রবিবার সায়ক তাঁর লাইভ ভিডিওতে এসেও বলেছিলেন যে বিয়ের আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল, সেই সময় সায়ক গায়িকাকে এই বিয়ে নিয়ে চিন্তা ভাবনাও করতে বলেছিলেন। গায়িকা এখন স্থিতিশীল। পিজিতে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, দেবলীনা বেশ কয়েকটি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন, যার ফলে তাঁর জ্ঞান ছিল না। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা দ্রুত তাঁর পাকস্থলী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেন। 

Read more!
Advertisement
Advertisement