Advertisement

The Diary of West Bengal Controversy: 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির ট্রেলরে নয়া বিতর্ক, FIR কলকাতায়

জানা গিয়েছে, 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' সিনেমায় দাবি করা হয়েছে,  পশ্চিমবঙ্গে দেদার গণহত্যা, ধর্ষণ, হিন্দু বিতাড়ন চলছে। কাশ্মীরের মতো পরিস্থিতি বাংলায়। ছবির ট্রেলারটিও এমন ভাবে তৈরি করা হয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে।

দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলদ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2023,
  • अपडेटेड 4:04 PM IST
  • এফআইআর-এর পরেই পরিচালক, প্রযোজকদের সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ।
  • আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) ছবি ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' (The Diary of West Bengal) সিনেমা নিয়ে। ইতিমধ্যেই 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' সিনেমার পরিচালক সহ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কলকাতায়। এফআইআর-এর পরেই পরিচালক, প্রযোজকদের সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' সিনেমায় দাবি করা হয়েছে,  পশ্চিমবঙ্গে দেদার গণহত্যা, ধর্ষণ, হিন্দু বিতাড়ন চলছে। কাশ্মীরের মতো পরিস্থিতি বাংলায়। ছবির ট্রেলারটিও এমন ভাবে তৈরি করা হয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে।

আরও পড়ুন

কলকাতা পুলিশে এফআইআর ও সমন প্রসঙ্গে 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিটির পরিচালক সনোজ মিশ্রর (Sanoj Mishra) কথায়, 'আমি তথ্যের উপর ভিত্তি করেই সিনেমাটি বানিয়েছি। আমি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে অনুরোধ করছি, বিষয়টিতে হস্তক্ষেপ করুন। আমি একবার পশ্চিমবঙ্গে গেলে আর ফিরতে পারবো না। যদিও ছবির সব প্রস্তুতি শেষ করেছি, খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি। অগাস্টের মধ্যে আমরা প্ল্যান করছি ছবি রিলিজ করে দেবো। বাকস্বাধীনতা বলে কিছু নেই নাকি?'

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে সনোজের আরও বক্তব্য, তাঁকে হেনস্থা করতেই এই এফআইআর করা হয়েছে। তাঁর কথায়, 'আমি দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে নই। আমি সিস্টেমের বিরুদ্ধে। যেভাবে গণহত্যা ও হিন্দু বিতাড়ন চলছে, আমি বলেছি পশ্চিমবঙ্গে ভারতের নতুন কাশ্মীর। কলকাতা পুলিশের থেকে সমন পেয়েছি ই-মেলে।'

'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিটির পরিচালক, নির্মাতাদের বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পশ্চিবঙ্গের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এই সিনেমায়। এরপরেই কলকাতা আইনি নোটিশ পাঠায় পরিচালক সনোজ মিশ্রকে।  
 

Read more!
Advertisement
Advertisement