Advertisement

Television Gossip: হাতে খড়গ-রুদ্রমূর্তি, মা কালীর রূপে থাকা এই অভিনেতাকে চেনেন?

Television Gossip: একঢাল কালো কোঁকড়া চুল, নীল বর্ণ, লাল বেনারসী ও হাতে খড়গ নিয়ে কালীর রুদ্রমূর্তি। এই রূপেই তিনি আসছেন দুষ্টের দমন করতে। সোশ্যাল মিডিয়ায় এই কালীর ভিডিও বেশ ভাইরাল। তবে এই রুদ্র কালীর পিছনে লুকিয়ে রয়েছেন টেলিভিশন জগতের এক জনপ্রিয় অভিনেতা।

চিনতে পারছেন এই অভিনেতাকে?চিনতে পারছেন এই অভিনেতাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2025,
  • अपडेटेड 7:10 PM IST
  • একঢাল কালো কোঁকড়া চুল, নীল বর্ণ, লাল বেনারসী ও হাতে খড়গ নিয়ে কালীর রুদ্রমূর্তি।

একঢাল কালো কোঁকড়া চুল, নীল বর্ণ, লাল বেনারসী ও হাতে খড়গ নিয়ে কালীর রুদ্রমূর্তি। এই রূপেই তিনি আসছেন দুষ্টের দমন করতে। সোশ্যাল মিডিয়ায় এই কালীর ভিডিও বেশ ভাইরাল। তবে এই রুদ্র কালীর পিছনে লুকিয়ে রয়েছেন টেলিভিশন জগতের এক জনপ্রিয় অভিনেতা। তিনি রীতিমতো বাংলা টেলিভিশন দাপটের সঙ্গে অধিকার করে রয়েছেন বিগত কয়েক বছর। তাঁর অভিনীত সিরিয়ালটির টিআরপিও বেশ ঊর্ধ্বে। সেই সিরিয়ালেই কালীরূপে ধরা দিয়েছেন এই অভিনেতা। 

রবিবারই এই বাংলা সিরিয়ালের প্রোমো সামনে এসেছে। যেখানে সিরিয়ালের হিরোকে দেখা গিয়েছে মা কালীর রূপে। এই অবতারে অভিনেতাকে দেখে অনেকেই হতবাক। এমনই মেকআপ যে চেনার কোনও উপায় নেই ইনি অনুরাগের ছোঁয়ার সূর্য তথা দিব্যজ্যোতি দত্ত। এদিনই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। আর সেখানেই অভিনেতাকে দেখা গিয়েছে এই রূপে। দিব্যজ্যোতিকে এই রূপে দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

দিব্যজ্যোতি নিজেও তাঁর মেকআপে ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মেকআপ শিল্পী তথা অহনা দত্তের স্বামী দীপঙ্কর রায় অভিনেতাকে মা কালী সাজাচ্ছেন। ধীরে ধীরে দিব্যজ্যোতি কী করে মেকআপের সাহায্যে মা কালী হয়ে উঠলেন, সেই ভিডিও ইতিমধ্যেই অনেকে দেখে নিয়েছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। বলাই বাহুল্য 'অনুরাগের ছোঁয়া'র সাফল্যের পর দিব্যজ্যোতির কাছে নিজেকে প্রমাণ করার এটা একটা দরুণ সুযোগ। আর এই ছবির মাধ্যমেই অভিনেতার বড়পর্দায় বিগ ডেবিউ বলা চলে। 

ছোটপর্দা থেকেই কাজ শুরু দিব্যজ্যোতির। তাঁর অভিনয় ও মিষ্টি চেহারা সব সময়ই দর্শকেরা পছন্দ করে এসেছেন। বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য-র চরিত্রে মেগার দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছেন। অল্প বয়সেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অভিষেক। অভিনয় প্রতিভার জেরে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার 'শ্রীচৈতন্য'-র ভূমিকায় দেখা যাবে বাংলা ধারাবাহিকের হ্যান্ডসাম হ্যাঙ্ক দিব্যজ্যোতি দত্ত। সব মিলিয়ে কেরিয়ারের গ্রাফ বেশ ঊর্ধমুখী তা বলাই যায়। একইসঙ্গে রয়েছে বিরাট ফ্যান ফলোয়ার্সও। মহিলামহলে কিন্তু, বেশ জনপ্রিয় দিব্যজ্যোতি। সৃজিতের ছবির চৈতন্যদেব হিসাবে নিজেকে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন অভিনেতা। চলছে শরীরচর্চা ও কড়া ডায়েট। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement