Advertisement

Tollywood Actor: বোনের সঙ্গে দুষ্টু-মিষ্টি মুহূর্তের ছবি, চশমা পরা এই ছেলেটি এখন টলিপাড়ার নায়ক

কখনও সমুদ্রের ধারে বোনের সঙ্গে নাচ আবার কখনও পাহাড়ে পোজ দিয়ে ছবি তুলেছেন। কখনও বা বোনকে আগলে রেখে ছবি আবার কখনও বা ভাই-বোনের দুষ্টুমি। ছোট বোন যেহেতু তাই দাদার কোলে উঠেও ছবি তুলেছে সে। ভাই-বোনের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন টলিপাড়ার এই পরিচিত নায়ক।

এই কিশোর এখন টেলিপাড়ার নায়ক এই কিশোর এখন টেলিপাড়ার নায়ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 9:59 AM IST

কখনও সমুদ্রের ধারে বোনের সঙ্গে নাচ আবার কখনও পাহাড়ে পোজ দিয়ে ছবি তুলেছেন। কখনও বা বোনকে আগলে রেখে ছবি আবার কখনও বা ভাই-বোনের দুষ্টুমি। ছোট বোন যেহেতু তাই দাদার কোলে উঠেও ছবি তুলেছে সে। ভাই-বোনের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন টলিপাড়ার এই পরিচিত নায়ক। যিনি লিনেমা ও সিরিজ দুটোতেই সমান পারদর্শীতার সঙ্গে অভিনয় করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন। ব্যতিক্রম নন এই অভিনেতাও। 

তাঁর অভিনয় বেশ প্রশংসিত। ইতিবাচক নেতিবাচক দুই চরিত্রেই অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ক্যাফেও রয়েছে। এই অভিনেতার স্ত্রীও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। ২ বছর আগেই তাঁরা বিয়ে করেছেন। অভিনেতাকে নিয়ে বিতর্ক কিন্তু বহু। এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন কার কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে ছবি শেয়ার করেছেন যিনি, তিনি হলেন সৌরভ দাস। টলিপাড়ার অতি পরিচিত মুখ, যিনি মন্টু পাইলট নামেই জনপ্রিয় সকলের কাছে। 

বোন অরুণিমা দাসের সঙ্গে সৌরভের সম্পর্ক খুবই গভীর। বোনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সৌরভ। সবই ছোটবেলার। বোনকে যে কতটা ভালোবাসেন তিনি তা বহুবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘আমরা একসঙ্গে কত নাচ করেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি, কিন্তু সবকিছুর পরেও তুই আমার কোলের ছোট্ট সন্তান ছিলি। আমি তোকে চিরকাল আমার ইচ্ছামতো জড়িয়ে ধরব। আমরা এমন একটি ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা আমাদের আলাদা করে দিয়েছিল, এমন এক কলঙ্ক যা আমাদের পরিবার এবং আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল।’ এই পোস্টেই সৌরভ লেখেন যে তাঁর বোন তাঁর প্রথম সন্তান এবং তিনি তাঁর বোনের দ্বিতীয় বাবা হতে পেরে খুবই গর্বিত। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দর্শনা বণিকের সঙ্গে বিয়ের পরও সৌরভকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়। কেউ কেউ তাঁকে গাঁজাখোর, মদে আসক্তি রয়েছে বলেও ট্রোলড করেন। তবে এইসব ট্রোলকে তিনি কখনই পাত্তা দেন না। প্রসঙ্গত, কিছুদিন আগেই সৌরভের আরও একটি ভিডিও ভাইরাল হয়, যা দেখে অনেকেই অভিনেতাকে মদ্যপ বলে দাবি করেছিলেন। পরবর্তীকালে সৌরভ বলেছিলেন, তাঁকে নিয়ে সব সময় আলোচনা হয়, তিনি যদি বাড়িতে শুয়েও থাকেন তা নিয়েও বিতর্ক তৈরি হয়ে যাবে। তাই তিনি এইসব বিষয় নিয়ে মাথা ঘামান না। সোশ্যাল মিডিয়া থেকে শত হস্তে দূরে থাকেন তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement