আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর পুজো মানেই, আকাশে শরতের মেঘ, কাশফুলের দুলুনি, ডাকের বাদ্যি, সঙ্গে অবশ্যই পুজোর গান (Durga Puja Song)। দশকের পর দশক, যুগের পর যুগ, পুজোয় গান (Durga Puja Song 2022) প্রকাশের ধারা আজও অব্যাহত। তার মধ্যে কিছু কিছু হয়ে ওঠে চিরকালীন, চিরদিনের। সেই গানগুলি ছাড়া যেন অসম্পূর্ণ থাকে পুজোর আনন্দ। চলুন পুজোর আগে ফের একবার মনে করে নেওয়া যাক সেই গানগুলি, যা এবারের উৎসবেও বাজাতে হবে।
১. আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে (Ay Re Chute Aye Pujor)
২. ঢাক বাজা কাসর বাজা (Dhak Baja Kashor Baja)
৩. ঢাকের তালে কোমর দোলে (Dhaker Tale Komor Dole)
৪. দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী (Durge Durge Durgatinashini)
৫. শিশিরে শিশিরে শারদ আকাশে (Sisire Sisire Sharodo Akashe)
৬. রূপং দেহী জয়ং দেহী (Rupang Dehi Jayang Dehi)
৭. বাজলো তোমার আলোর বেণু (Bajlo Tomar Alor Benu)
৮. ওগো আমার আগমনী (Ogo Amar Agomoni)
৯. জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী (Jago Durga Jago Dashapraharanadharini)
১০. আমার সপ্তমীর বিকেল (Amar Saptamir Bikel)
আরও পড়ুন - ছবিতে রয়েছে একটি ভুল, বলতে পারবেন? অনেকেই ফেল করেছেন