Advertisement

Rupsa-Sayandeep: হবু মা রূপসার জন্য হোমমেড পিৎজ্জা, স্ত্রীর মন রাখতে রান্নাঘরে ঢুকলেন সায়নদীপ

Rupsa-Sayandeep: অক্টোবরেই চারহাত এক হয়েছে টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। পাত্র সায়নদীপ সরকার। আর বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর শুনিয়েছেন রূপসা। মা হতে চলেছেন অভিনেত্রী। আর সেটা নিয়েও কম বিতর্কের মুখে পড়তে হয়নি তাঁদের। তবে এইসব সমালোচনাকে গায়ে মাখছেন না রূপসা। বরং নতুন সদস্যের আসা নিয়েই বেশি উৎসাহিত হবু মা-বাবা।

রূপসা-সায়নদীপরূপসা-সায়নদীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 12:53 PM IST
  • অক্টোবরেই চারহাত এক হয়েছে টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের।
  • আর বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর শুনিয়েছেন রূপসা।

অক্টোবরেই চারহাত এক হয়েছে টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। পাত্র সায়নদীপ সরকার। আর বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর শুনিয়েছেন রূপসা। মা হতে চলেছেন অভিনেত্রী। আর সেটা নিয়েও কম বিতর্কের মুখে পড়তে হয়নি তাঁদের। তবে এইসব সমালোচনাকে গায়ে মাখছেন না রূপসা। বরং নতুন সদস্যের আসা নিয়েই বেশি উৎসাহিত হবু মা-বাবা। আর হবু মা রূপসার যত্নের কোনও খামতি রাখছেন না সায়নদীপ। নিজের হাতে রান্না করেই খাওয়াচ্ছেন স্ত্রীকে। 

প্রেগন্যান্সির সময় নানান ধরনের খাবার খেতে ইচ্ছে করে। তবে সবসময় বাইরের খাবার খাওয়াও একেবারে ঠিক নয়। আর তাই বউকে খুশি করতে বর সায়নদীপ বাড়িতেই বানিয়ে ফেললেন অভিনেত্রীর পছন্দের পিৎজ্জা। রূপসা কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। আর সেখানেই দেখা গিয়েছে পিৎজ্জা তৈরি করছেন সায়নদীপ। রান্নাঘরে স্ত্রী রূপসাকে ঢুকতে দেননি বরং নিজেই রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর তাতে রূপসা যে বেজায় খুশি তা তাঁর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। তবে রূপসার পোস্ট দেখে এটা স্পষ্ট যে পিৎজ্জা বানাতে সায়নদীপকে সহায়তা করেছেন রূপসা। 

অক্টোবরেই রাজকীয়ভাবে বিয়ে সারেন রূপসা ও সায়নদীপ। যদিও ২০২৩ সালেই আইনি বিয়ে সেরে নেন তাঁরা। এরপর দীর্ঘ একবছর পর বাঙালি মতে বিয়ে করেন রূপসা ও সায়নদীপ। আর বিয়ের একমাসের মধ্যেই মা হওয়ার সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন রূপসা। গত ১৪ নভেম্বর বাবা-মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন রূপসা-সায়নদীপ। বেলুন দিয়ে সাজানো বাচ্চার জিনসপত্র ও ঘুমন্ত বাচ্চার পুতুল রাখা একটা কেকের ছবি পোস্ট করে তাঁরা লিখেছিলেন, 'আহেম, আহেম! আশা করি সবাই এই পোস্ট পড়ছেন। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়নের গোটা জীবনের জন্য, তাঁদের জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'

তবে এই পোস্টের পরই রূপসা-সায়নদীপকে ট্রোলের মুখে পড়তে হয়। অনেকেই এই জুটির সঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর তুলনা করেন। কারণ তাঁদেরও বিয়ের আটমাসের মাথায় সন্তান হয়। তবে এইসব ট্রোলকে পাত্তা দিতে নারাজ রূপসা। তাঁর ও সায়নদীপের সম্পর্ক হওয়ার পর থেকেই রাখঢাক করেননি রূপসা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলাখুলিই কথা বলেছেন তিনি। আর মা হওয়ার খবরও শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement