Advertisement

Kaali Movie Poster Controversy : কালী ছবির পোস্টার বিতর্ক, জোড়া FIR লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে

চলচ্চিত্র নির্মাতা লীনা মানিমেকালাই ২ জুলাই তার তথ্যচিত্রের পোস্টার শেয়ার করেন। পোস্টারে, মা কালীকে ধূমপান করতে দেখা যাচ্ছে এবং তাঁর এক হাতে এলজিবিটি সম্প্রদায়ের পতাকাও দেখানো হয়েছে। মা কালীর এমন একটি পোস্টার প্রকাশ্যে আসার পর এর তীব্র বিরোধিতা করার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানারও অভিযোগ তুলেছেন একাংশের মানুষ। লীনা মণিমেকলাইয়ের গ্রেফতারিও দাবি জানানো হয়েছে। 

কালী তথ্যচিত্রের পোস্টার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 12:54 PM IST
  • কালী ছবি পোস্টার নিয়ে বিতর্ক অব্যাহত
  • এবার দায়ের এফআইআর
  • সাফাই দিলেন লীনা মণিমেকলাই

তথ্যচিত্র 'কালী'র পোস্টার নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক। চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টারে দেবীকে ধূমপান করতে দেখা গেছে। একইসঙ্গে এক হাতে তিনি LGBT সম্প্রদায়ের জাতীয় পতাকাও দেখিয়েছিলেন। এই পোস্টার ঘিরেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এবার বিষয়টি পৌঁছাল পুলিশের কাছে। 

পোস্টার বিতর্কে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
পোস্টার বিতর্কে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে দিল্লি পুলিশের IFSO ইউনিট। 153A এবং 295A ধারার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এই বিষয়ে দুটি অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ। একটি অভিযোগ নয়াদিল্লি জেলা থেকে এবং অপরটি আইএফএসও-র তরফ থেকে এসেছে।

ইউপিতেও মামলা হয়েছে
শুধু দিল্লিতেই নয়, ছবির প্রযোজক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে উত্তরপ্রদেশেও। এফআইআর-এ, চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, হিন্দু দেবীর অবমাননাকর চিত্রায়নের মাধ্যমে শান্তি নষ্ট করার অভিপ্রায় সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি আসলে কী?
চলচ্চিত্র নির্মাতা লীনা মানিমেকালাই ২ জুলাই তার তথ্যচিত্রের পোস্টার শেয়ার করেন। পোস্টারে, মা কালীকে ধূমপান করতে দেখা যাচ্ছে এবং তাঁর এক হাতে এলজিবিটি সম্প্রদায়ের পতাকাও দেখানো হয়েছে। মা কালীর এমন একটি পোস্টার প্রকাশ্যে আসার পর এর তীব্র বিরোধিতা করার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানারও অভিযোগ তুলেছেন একাংশের মানুষ। লীনা মণিমেকলাইয়ের গ্রেফতারিও দাবি জানানো হয়েছে। 

কী বলছেন লীনা মণিমেকলাই?
ছবির পোস্টার নিয়ে বিতর্কের বিষয়ে টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাই। তিনি বলেন, "চলচ্চিত্রটি সেই ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে, যে সন্ধ্যায় কালী আবির্ভূত হচ্ছেন এবং টরন্টোর রাস্তায় হাঁটছেন। আপনি যদি ছবিটি দেখেন তবে হ্যাশট্যাগটি "লীনা মণিমেকলাই গ্রেফতার করুন" না দিয়ে হ্যাশট্যাগ "লাভ ইউ লীনা মণিমেকলাই" দেবেন। তবে লীনার সাফাই সত্ত্বেও সমালোচনা কমেনি। আর যার  জেরেই এবার বিষয়টি পৌঁছাল পুলিশের কাছে।

Advertisement

আরও পড়ুনডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, হাত উড়ল আরও একজনের


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement