Advertisement

Antara Mitra: আজই বিয়ের পিঁড়িতে অন্তরা, কার গলায় মালা দিচ্ছেন গায়িকা?

বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। যাঁকে এখন জি বাংলার সারেগামাপা-এ দেখা যাচ্ছে। মঙ্গলবার সন্ধেতেই শুভ পরিণয় সম্পন্ন হবে অন্তরার। তবে গায়িকার পাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। বাইপাস সংলগ্ন রাজকীয় জায়গায় বসছে এই বিবাহ বাসর।

অন্তরার বিয়ে আজঅন্তরার বিয়ে আজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 4:05 PM IST
  • বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র।

বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। যাঁকে এখন জি বাংলার সারেগামাপা-এ দেখা যাচ্ছে। মঙ্গলবার সন্ধেতেই শুভ পরিণয় সম্পন্ন হবে অন্তরার। তবে গায়িকার পাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। বাইপাস সংলগ্ন রাজকীয় জায়গায় বসছে এই বিবাহ বাসর। ইতিমধ্যেই এই বিয়ে ঘিরে সাজো সাজো রব। জানা গিয়েছে, গায়ে হলুদ পর্ব মিটেছে অন্তরার। এবার অপেক্ষা গেরুয়া খ্যাত গায়িকাকে নববধূ রূপে দেখার। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ে সারবেন অন্তরা। তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হোক তা একেবারেই চান না তিনি। মঙ্গলবার বাইপাসের কাদাপাড়া অঞ্চলের একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছে বিয়ের আসর। ইতিমধ্যেই অন্তরার গায়ে হলুদের ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে লাল পাড় সাদা শাড়িতে, মাথায় কনের মুকুট। নিয়ম মেনে সোমবার হয়েছে আশীর্বাদ পর্ব এবং আইবুড়ো ভাত। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কিন্তু কার গলায় মালা দিচ্ছেন অন্তরা? গায়িকার মনের মানুষ বিনোদন বা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন। অন্তরার হবু বরের নাম শৌর্য। তিনি আদ্যোপান্ত আইটি জগতের কর্মী। কাজের সূত্রে থাকেন বেঙ্গালুরুতে। বিগত বেশি কয়েক মাস ধরে প্রেম পর্ব চলার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্তরা। বিয়ের সকালে বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসতেই নিজে বেরিয়ে আসেন বাইরে। শোনা যাচ্ছে, বিয়ে সেরেই মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন গায়িকা। তাই বেশ কিছু দিন ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বিচারকের আসনে তাঁকে না-ও দেখা যেতে পারে।

ছবি সৌজন্যে: ফেসবুক

সূত্র বলছে, মধুচন্দ্রিমা থেকে ফিরে ‘রিসেপশন’-এর পরিকল্পনা করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে বড় করে খাওয়া-দাওয়ার আয়োজন করবেন তাঁরা। ইন্ডিয়ান আইডল থেকেই অন্তরার উত্থান। মছলন্দপুরের মেয়ে অন্তরা, তবে কর্মসূত্রে তিনি মুম্বইতে থাকেন। মায়ানগরীতে গায়িকা বহু বছর স্ট্রাগল করেছেন। এরপর প্রীতমের হাত ধরে শাড়ি কা ফলস সা গান গেয়ে জনপ্রিয়তা পান অন্তরা। এরপর তাঁকে গানের দুনিয়ায় খ্যাতি এনে দেয় গেরুয়া গানটি। এছাড়াও অন্তরা গেয়েছেন রাজনীতি সিনেমার ভিগি সি, গোলমাল ৩-এর আলে, দিলওয়ালে ছবির গেরুয়া ও জনম জনম, ব্রহ্মাস্ত্র ছবির কেশরিয়া। সম্প্রতি খাদান ছবির জনপ্রিয় গান কিশোরী গানটিও গেয়েছেন অন্তরা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement