Advertisement

Pawandeep Rajan: দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ, এখন কেমন আছেন Indian Idol 12 বিজয়ী?

Pawandeep Rajan: সোমবার ভোররাতে ৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পবনদীপ। এই মুহূর্তে চিকিৎসা চলছে গায়কের।

এখন কেমন আছেন পবনদীপ?এখন কেমন আছেন পবনদীপ?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 May 2025,
  • अपडेटेड 12:18 PM IST
  • সোমবার ভোররাতে ৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন।

সোমবার ভোররাতে ৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পবনদীপ। এই মুহূর্তে চিকিৎসা চলছে গায়কের। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পবনদীপ। প্রসঙ্গত, দিল্লিতে এক ইভেন্টে যোগ দেওয়ার পথে এই দুর্ঘটনা হয় বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমরোহা জেলার ৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। আর এই ঘটনায় গুরুতরভাবে চোট লাগে পবনদীপের। এই ঘটনায় পবনদীপ সহ তিনজন আহত হন। স্থানীয় পুলিশ তাঁদের হাসপাতালে ভর্তি করায়। তবে পবনদীপের চোট গুরুতর হওয়ায় তাঁকে নয়ডার হাসপাতালে ভর্তি করানো হয়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

পবনীপ তাঁর দুই পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গাজারুলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাবত থেকে দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ভোর রাত ৩টে নাগাদ গাড়ির চালক মনে হয় ঘুমিয়ে পড়েন আর সেই কারণেই গাড়ির ব্যালেন্স বিগড়ে যায়। তদন্ত চলছে। চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে তিন আহত ব্যক্তিই ফের স্থিতিশীল অবস্থায় ফিরে আসেন।

ইন্ডিয়ান আইডল ১২ বিজয়ী পবনদীপ রাজনের দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁর ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সকলেই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। পবনদীপ উত্তরাখণ্ডের বাসিন্দা। ইন্ডিয়ান আইডল ১২ জয়ের পর তাঁর পরিচিতি ঘরে ঘরে পৌঁছে যায়। পবনদীপের সুরেলা কন্ঠস্বর ও দমদার আওয়াজ শ্রোতাদের মন ছুঁয়ে যায়। আর এরই ফলে ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী হন পবনদীপ।    

Read more!
Advertisement
Advertisement