Advertisement

Indraneil-Barkha: মেয়ের থেকে দূরে ইন্দ্রনীল? বরখাকে মোক্ষম জবাব অভিনেতার

Indraneil-Barkha: টলি থেকে বলি দুই ইন্ডাস্ট্রি সরগরম ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ডিভোর্স চর্চা নিয়ে। একসময়কার পাওয়ার কাপল ইন্দ্রনীল ও বরখার ১৪ বছরের সংসার তাসের ঘরের মতো ভেঙে যায়। ইন্দ্রনীলের সঙ্গে টলিউডের এক নায়িকার সম্পর্কের জেরে বরখার সঙ্গে বিয়ে ভাঙে অভিনেতার।

ইন্দ্রনীল-বরখার সঙ্গে মেয়েইন্দ্রনীল-বরখার সঙ্গে মেয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 11:49 AM IST
  • টলি থেকে বলি দুই ইন্ডাস্ট্রি সরগরম ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ডিভোর্স চর্চা নিয়ে।

টলি থেকে বলি দুই ইন্ডাস্ট্রি সরগরম ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ডিভোর্স চর্চা নিয়ে। একসময়কার পাওয়ার কাপল ইন্দ্রনীল ও বরখার ১৪ বছরের সংসার তাসের ঘরের মতো ভেঙে যায়। ইন্দ্রনীলের সঙ্গে টলিউডের এক নায়িকার সম্পর্কের জেরে বরখার সঙ্গে বিয়ে ভাঙে অভিনেতার। আর ডিভোর্সের পর এবার মুখ খুলেছেন দেবের নায়িকা। একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছেন ইন্দ্রনীলের বিরুদ্ধে। এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বরখা বলেন যে ডিভোর্সের পর তিনি তাঁর ১৩ বছরের মেয়ের দেখভাল একাই করছেন। অভিনেত্রীর দাবি, তিনি প্রাক্তন স্বামী ইন্দ্রনীলের সঙ্গে কো-পেরেন্টিং করছেন না, বরং একাই মেয়েকে বড় করছেন বরখা। 

বরখা এও দাবি করেছেন যে মেয়ের জীবন থেকে বাবা হিসাবে ইন্দ্রনীল একেবারে গায়েব। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর মেয়ে বেশকিছু মাস ধরে তার বাবার সঙ্গে দেখা করেনি। এবার বরখার এই সব অভিযোগ রীতিমতো নস্যাৎ করলেন তাঁর প্রাক্তন স্বামী ইন্দ্রনীল। তিনি স্ত্রী বরখার এইসব অভিযোগের পরই মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। 

এই ছবিতে ইন্দ্রনীল তাঁর মেয়ের সঙ্গে কোনও একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছেন। বাপ-মেয়ে দুজনেই নীল রঙের পোশাকে টুইনিং করেন। আর এই ছবিতেই স্পষ্ট মেয়ের সঙ্গে কতটা ঘনিষ্ঠ বাবা ইন্দ্রনীল। আর এই ছবি শেয়ার করে ক্যাপশনে কিছু না লিখেই অভিনেতা তাঁর প্রাক্তন স্ত্রীকে মোক্ষম জবাব দিয়েছেন। এই ছবি দেখে ইন্দ্রনীলের অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, ইন্দ্রনীল ও বরখা বিয়ে করেন ২০০৮ সালে। তাঁদের মেয়ে মাইরাকে নিয়েই ছিল সুখের সংসার। কিন্তু আচমকাই সেই সংসারে ভাঙন দেখা যায়। সামনে আসে ইন্দ্রনীলের পরকীয়ার কথা। 

যদিও সাক্ষাৎকারে বরখা দাবি করেছিলেন যে তিনি এই বিয়েটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু ইন্দ্রনীলই এই বিয়ে থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কেরিয়ারের দিক থেকে দুজনেই এখন বেশ এগিয়ে গিয়েছেন। বরখাকে খাদান ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছে। দুই পৃথিবীর পর ফের দেব-বরখা জুটিকে দেখতে পেল দর্শকেরা। অপরদিকে, ইন্দ্রনীলও একের পর এক ছবিতে কাজ করছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে সুমন ঘোষের পুরাতন ছবিতে। যেখানে তিনি শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement