Advertisement

Indraneil- Barkha: 'আমি ভীষণভাবে বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম...,' ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন বরখা

Entertainment Gossips: প্রায় ১৫ বছরের দাম্পত্য হঠাৎ ফাটল ধরে এবং ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় তারকা জুটির। প্রায় চার বছর হতে চলল দুই তারকার ছাদ আলাদা হয়েছে। যদিও পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়নি এখনও। আইনি প্রক্রিয়া চলছে।

ইন্দ্রনীল- বরখা (ছবি: ফেসবুক)ইন্দ্রনীল- বরখা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jan 2025,
  • अपडेटेड 7:50 PM IST

তারকাদের যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। গত কয়েক বছর ধরে শিরোনামে বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রায় ১৫ বছরের দাম্পত্য হঠাৎ ফাটল ধরে এবং ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় তারকা জুটির। প্রায় চার বছর হতে চলল দুই তারকার ছাদ আলাদা হয়েছে। যদিও পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়নি এখনও। আইনি প্রক্রিয়া চলছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি ভেঙেছে তাঁদের বিয়ে। বিরতির পরে, সম্প্রতি 'খাদান'-র মাধ্যমে টলিউডে কামব্যাক হয়েছে বরফার। বক্স অফিসে দাপিয়ে চলছে এই ছবি। 

'খাদান'-র সাফল্য প্রসঙ্গে উঠে আসে ব্যক্তিগত জীবনও। সংবাদমাধ্যমের সামনে বরখা মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে। ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি বিয়েটা বাঁচানোর চেষ্টা করলেও ইন্দ্রনীল ডিভোর্স চেয়েছিলেন। বরখার কথায়, 'চার বছর সেপারেশনের পর্বটা আমার জন্য খুব কষ্টের ছিল। জীবনে আপাতত কীভাবে মুভ অন করা যায়, সেটা নিয়েই ভাবছি। একটা সময়ে ইন্দ্রনীলকে ঘিরেই আমার জীবন ছিল। এখন নিজের মতো করে গুছিয়ে নিয়েছি।'

পনেরো বছরের দাম্পত্যে ভাঙন প্রসঙ্গে দেবের নায়িকা বলেন, 'আমি ভীষণভাবে বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু ইন্দ্রনীল সম্ভবত নিজের মতো করে জীবনটা শুরু করতে চেয়েছিল। তাই ডিভোর্স চেয়েছে। আমিও জোর করিনি। কারণ জোর করে কাউকে সম্পর্কে আটকে রাখা যায় না। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।' অন্যদিকে বরখার এই মন্তব্য প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইন্দ্রনীল বলেন, 'বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনও কথা বলতে চাই না।' 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০০৮ সালের মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল- বরখা। বিয়ের তিন বছর পর জন্ম হয় জুটির মেয়ে মীরার। বিচ্ছেদের পরে মূলত বরখার সঙ্গেই থাকে মীরা। তবে ইন্দ্রনীলও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেয়ের সঙ্গে ছবি। স্টুডিও পাড়ার গুঞ্জন অভিনেত্রী ইশা সাহার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ভেঙেছে তাঁদের সংসার। যদিও এবিষয়ে মুখ খোলেননি ইন্দ্রনীল- ইশা দু'জনের কেউই। অন্যদিকে গুঞ্জন, বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে জড়ান বরখা। অভিনেতা- প্রযোজক আশিস শর্মার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক আছে বলেই গুঞ্জন শোনা যায়।

Advertisement

            

Read more!
Advertisement
Advertisement