Advertisement

IPL 2025 Opening Ceremony: শ্রেয়া, দিশা, শাহরুখ... আইপিএল-এর বোধনে ইডেনের সম্পূর্ণ সময়সূচি

কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫-এর মহাধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান। শহরজুড়ে বাড়ছে উত্তেজনা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে মঞ্চ মাতাবেন গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানি এবং পাঞ্জাবি গায়ক করণ আউজলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচের আগে থাকছে তারকাদের জমকালো পারফরম্যান্স।

অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 9:51 AM IST

কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫-এর মহাধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান। শহরজুড়ে বাড়ছে উত্তেজনা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে মঞ্চ মাতাবেন গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানি এবং পাঞ্জাবি গায়ক করণ আউজলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচের আগে থাকছে তারকাদের জমকালো পারফরম্যান্স। রইল পুরো ইভেন্টের মিনিট টু মিনিট আপডেট।

IPL 2025 উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি

  • 6:05:00 PM: অনুষ্ঠান শুরু হবে 'বাম্প ইন'-এর মাধ্যমে।

  • 6:11:00 PM: আইপিএলের কাউন্ট আপ ভিডিও দেখানো হবে।
  • 6:13:00 PM: শাহরুখ খানের মনোলোগ। আইপিএল ১৮-র মেগা সেলিব্রেশন শুরু।
  • 6:13:30 PM: শ্রেয়া ঘোষালের ইনট্রো ভিডিও চলবে।
  • 6:29:30 PM: শ্রেয়া ঘোষালের লাইভ পারফরম্যান্স।
  • তারকাদের পারফরম্যান্স

    • 6:30:00 PM: অভিনেত্রী দিশা পাটানির ইনট্রো ভিডিও।

  • 6:34:00 PM: দিশা পাটানির পারফরম্যান্স।
  • 6:34:30 PM: পাঞ্জাবি গায়ক করণ আউজলার ইনট্রো ভিডিও।
  • 6:42:30 PM: করণ আউজলার লাইভ পারফরম্যান্স।
  • 6:44:45 PM: দিশা পাটানি আবার মঞ্চে ফিরবেন। আরও একবার লাইভ পারফরম্যান্স।
  • 6:52:45 PM: শাহরুখ খান মূল মঞ্চে ফিরবেন। ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন।
  • ক্রিকেটারদের সঙ্গে শাহরুখ কথা বলবেন

    • 6:53:15 PM: শাহরুখ খান বিসিসিআই কর্তাদের এবং অন্যান্য তারকাদের আমন্ত্রণ জানাবেন।

  • 6:54:45 PM: দুই দলের অধিনায়ক স্টেজে আসবেন।
  • 6:59:45 PM: শাহরুখ অধিনায়কদের সঙ্গে আলোচনা করবেন।
  • 7:00:00 PM: আইপিএল ১৮-র বিশেষ কেক কাটা হবে।
  • 7:00:15 PM: ড্রোন শো।
  • 7:00:30 PM: ট্রফি, বিসিসিআই অফিসিয়াল, শাহরুখ, দুই দলের অধিনায়ক এবং সেলিব্রিটিদের নিয়ে ফটো সেশন।
  • 7:00:45 PM: আতসবাজির প্রদর্শনী।
  • 7:30:00 PM: টস শেষে ম্যাচ শুরু।
  • এগুলি মিস করবেন না

    উদ্বোধনী অনুষ্ঠানে ড্রোন শো মিস করবেন না। কলকাতায় এই জিনিস বেশি দেখার সুযোগ মেলে না। তাছাড়া তারকাদের সঙ্গে শাহরুখের আলোচনাও বেশ মজার হবে। তবে সবকিছুর উপরেই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ফলে এখন ভাল আবহাওয়ারই প্রার্থনায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

    Read more!
    Advertisement
    Advertisement