Advertisement

Priyanka Mitra: বউয়ের সাজে প্রিয়াঙ্কা, সিঁদুর পরালেন শুভ্রজিৎ, বিয়ে করে নিলেন নাকি?

Priyanka Mitra: ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। বর্তমানে তাঁকে স্টার জলসার 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'-তে দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় নায়িকা তিনি। তারওপর সুন্দরীও বটে। যদিও প্রিয়াঙ্কা সিঙ্গল নন। টেলিপাড়ার আর এক পরিচিত মুখ শুভ্রজিৎ সাহার সঙ্গে চুটিয়ে প্রেম করার পর গত বছরের অক্টোবরেই আইনি বিয়ে সেরেছেন তাঁরা।

বিয়ে হয়ে গেল নাকি প্রিয়াঙ্কা-শুভ্রজিতের?বিয়ে হয়ে গেল নাকি প্রিয়াঙ্কা-শুভ্রজিতের?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 10:38 AM IST
  • লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, লাল ওড়না, গা ভর্তি সোনার গয়নায় সেজেছেন প্রিয়াঙ্কা।

ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। বর্তমানে তাঁকে স্টার জলসার 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'-তে দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় নায়িকা তিনি। তারওপর সুন্দরীও বটে। যদিও প্রিয়াঙ্কা সিঙ্গল নন। টেলিপাড়ার আর এক পরিচিত মুখ শুভ্রজিৎ সাহার সঙ্গে চুটিয়ে প্রেম করার পর গত বছরের অক্টোবরেই আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তবে কবে সামাজিক মতে বিয়ে করছেন, সেই নিয়ে কৌতুহল কম ছিল না। সকলের সেই অপেক্ষার অবসান হল। বিয়ে সারলেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। 

লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, লাল ওড়না, গা ভর্তি সোনার গয়নায় সেজেছেন প্রিয়াঙ্কা। সাবেকি বাঙালি সাজেই ধরা দেন অভিনেত্রী। অপরদিকে, শুভ্রজিৎ পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, তাতে লাল সুতোর কাজ করা ও লাল রঙের ধুতি। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভ্রজিৎ প্রিয়াঙ্কার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে। এরপর লজ্জাবস্ত্রতে মুখও ঢাকেন প্রিয়াঙ্কা। বিয়ের মণ্ডপেই দেখা যায় একে-অপরকে আদরে ভরিয়ে দিচ্ছেন তাঁরা। বিয়ের পর তাঁদের খুশি আর ধরে রাখা যাচ্ছে না। যদিও প্রিয়াঙ্কা বা শুভ্রজিৎ দুজনের কেউই জানাননি যে এটা আসল বিয়ে নাকি কোনও শ্যুটের অংশ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর শুভেচ্ছায় ভাসছেন দুজনে।

 

গত বছরের অক্টোবরেই আইনি বিয়ে সারেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। সোশ্যাল মিডিয়ায় দুজনেই এই খবর শেয়ার করেছেন। দুজনের পরিচয় দীর্ঘদিনের, সেই পরিচয়, প্রেমই পরিণতি পায় আইনি বিয়েতে। সেই সময় প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে পরবর্তীতে সময় ও সুযোগ করে সামাজিক বিয়েও করবেন তাঁরা। তবে এই মুহূর্তে তাঁদের কোনও পরিকল্পনা নেই। কিন্তু আচমকা এই বিয়ের ভিডিও আসার পর অনেকেই বুঝতে পারছেন না তাঁরা কি সত্যিই বিয়ে করে নিয়েছেন?

প্রসঙ্গত, এর আগে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন থেকেই শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর সঙ্গে জীবন কাটাতে পারবেন, এই স্বপ্ন তিনি দেখতে পেরেছিলেন বলেই এই বিয়ের সিদ্ধান্ত। এর আগে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে ছিলেন সায়ন্ত মোদক। তবে সেই সম্পর্ক টেকেনি। উপরন্তু সায়ন্তর বিরুদ্ধে একাধির অভিযোগও আনেন প্রিয়াঙ্কা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement