Advertisement

Ankita Mallick-Soumyadeep Mukherjee: পর্দার প্রেম এবার বাস্তবেও, ডেট করছেন টিভির এই জনপ্রিয় জুটি?

Ankita Mallick-Soumyadeep Mukherjee: টলিউড হোক বা টেলিভিশন যে কোনও ইন্ডাস্ট্রিতেই নায়ক-নায়িকার মধ্যে বাস্তবে প্রেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এর আগেই টেলিভিশনের বহু জুটিকে দেখা গিয়েছে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে। সেরকমই এক জনপ্রিয় সিরিয়ালের প্রধান দুই মুখ চুটিয়ে ডেটিং করছেন বলে টেলিভিন ইন্ডাস্ট্রিতে খবর রটেছে।

বাস্তবেও প্রেম করছেন নাকি জগদ্ধাত্রী সিরিয়ালের এই জুটি ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামবাস্তবেও প্রেম করছেন নাকি জগদ্ধাত্রী সিরিয়ালের এই জুটি ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 11:07 AM IST
  • টলিউড হোক বা টেলিভিশন যে কোনও ইন্ডাস্ট্রিতেই নায়ক-নায়িকার মধ্যে বাস্তবে প্রেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার।
  • এর আগেই টেলিভিশনের বহু জুটিকে দেখা গিয়েছে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে।
  • সেরকমই এক জনপ্রিয় সিরিয়ালের প্রধান দুই মুখ চুটিয়ে ডেটিং করছেন বলে টেলিভিন ইন্ডাস্ট্রিতে খবর রটেছে

টলিউড হোক বা টেলিভিশন যে কোনও ইন্ডাস্ট্রিতেই নায়ক-নায়িকার মধ্যে বাস্তবে প্রেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এর আগেই টেলিভিশনের বহু জুটিকে দেখা গিয়েছে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে। সেরকমই এক জনপ্রিয় সিরিয়ালের প্রধান দুই মুখ চুটিয়ে ডেটিং করছেন বলে টেলিভিন ইন্ডাস্ট্রিতে খবর রটেছে। বর্তমানে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালের নায়ক এবং নায়িকা অর্থাৎ সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee) এবং অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick)প্রেমের খবরে তোলপাড় স্টুডিওপাড়া। সোশ্যাল মিডিয়াতে এখন তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে সকলের মুখে। এখানে উল্লেখ্য, জগদ্ধাত্রী সিরিয়ালে অঙ্কিতা ও সৌম্যদীপ জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুরের চরিত্রে অভিনয় করছেন। 

 

আরও পড়ুন

    সিরিয়ালের মাধ্যমে এঁরা দর্শকদের মন জয় করেছেন। দর্শকদের মতে জ্যাস এবং স্বয়ম্ভু হলেন পারফেক্ট কাপল। কিন্তু শোনা যাচ্ছে, এখন তাঁদের প্রেম নাকি পর্দার বাইরেও গড়িয়েছে। এমনিতেই অঙ্কিতা-সৌম্যদীপের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। চলতি বছর সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার জিতেছে তাঁরা। তবে নেটপাড়ার গুঞ্জন, পর্দার মতো বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন ‘জগদ্ধাত্রী’ জুটি।

    কিন্তু হঠাৎ করে কেন তাঁদের প্রেমের গুজব ছড়াচ্ছে? শোনা গিয়েছে, অঙ্কিতা ও স্বয়ম্ভু শ্যুটিংয়ের পরেও নাকি একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, তাঁরা যে একসঙ্গে রিলস-ভিডিও বানান এবং শেয়ার করেন সেখানেও তাঁদের মধ্যেকার রসায়ন সকলের চোখে পড়েছে। যদিও এ নিয়ে স্পিকটি নট জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা এবং সৌম্যদীপ ওরফে স্বয়ম্ভু। তবে তাদের প্রেমের খবর জানাজানি হতেই ভক্তরা খুবই উৎসাহ প্রকাশ করছেন। প্রিয় তারকা জুটি পর্দার পাশাপাশি বাস্তবেও প্রেমের সম্পর্কে বাঁধা পড়লে বেশি খুশি হন ভক্তরাই। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

    একসঙ্গে কাজ করতে করতে মন দেওয়া নেওয়া হয়ে যাওয়ার বিষয়টি বিনোদন দুনিয়ায় একেবারেই নতুন নয়। এমনটা আকছারই হয়ে থাকে। বড়পর্দা থেকে ছোটপর্দা- সর্বত্রই এই বিষয়টি ঘটেছে। সিরিয়ালের একাধিক তারকা জুটিকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম প্রকাশ্যে আনতে দেখা গিয়েছে। এবার শোনা যাচ্ছে, সেই তালিকারই নবতম সংযোজন নাকি অঙ্কিতা এবং সৌম্যদীপ অর্থাৎ পর্দার জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ। তবে এই সম্পর্ক সত্যি নাকি কেবল গুজব তা সময়ই বলে দেবে। 

     

    Read more!
    Advertisement
    Advertisement