Advertisement

Mimi Chakraborty: 'মিমি পিপি'র কোলে কাঞ্চন-কন্যা কৃষভি, দিল নায়িকার গালে চুমুও

Mimi Chakraborty: কিছুদিন আগেই ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের লাভাতে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন। সঙ্গে ছিল তাঁদের মেয়ে কৃষভিও। এই প্রথমবার মেয়েকে নিয়ে পাহাড়ে গেলেন কাঞ্চন-শ্রীময়ী। আর সেখানে গিয়ে কাঞ্চন-কন্যা নাকি টলিপাড়ার এই নায়িকার কোল থেকে নড়তেই চাইছিল না।

মিমির কোলে কৃষভিমিমির কোলে কৃষভি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 10:35 AM IST
  • কিছুদিন আগেই ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের লাভাতে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন।

কিছুদিন আগেই ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের লাভাতে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন। সঙ্গে ছিল তাঁদের মেয়ে কৃষভিও। এই প্রথমবার মেয়েকে নিয়ে পাহাড়ে গেলেন কাঞ্চন-শ্রীময়ী। আর সেখানে গিয়ে কাঞ্চন-কন্যা নাকি টলিপাড়ার এই নায়িকার কোল থেকে নড়তেই চাইছিল না। সেই গল্প আগেই জানিয়েছিলেন শ্রীময়ী। এবার সোশ্যাল মিডিয়ায় সেই টলি নায়িকা তথা পিপির সঙ্গে কৃষভির ছবি পোস্ট করলেন শ্রীময়ী। 

আসলে এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। আর মিমিও শ্যুটিংয়ের জন্য লাভাতে গিয়েছিলেন। আর মিমিকে পেয়ে নাকি কাঞ্চন-কন্যা কৃষভি দারুণ খুশি। রীতিমতো মিমির প্রেমে পড়ে যায় একরত্তি। মিমির কোলে উঠে হাসি আর ধরে না কৃষভির। আবার মিমির গালে আদরও করে দেয় কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে। শ্রীময়ী মিমি ও কৃষভিকে নিয়ে সেলফি তুলেছেন। যেখানে দেখা মিলেছে কৃষভি নায়িকার কোলে ভীষণ খুশি। শ্রীময়ী এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, দেখো আমি মিমি পিপির কোলে উঠে কত আনন্দ পেয়েছি। 

শ্রীময়ী এর আগেই জানিয়েছিলেন যে মিমির সঙ্গেই প্রায় লেপ্টে রয়েছেন কৃষভি। একটুও ছাড়তে চাইছে না। এতটাই ভাল লেগেছে কৃষভির মিমিকে। কখনও চোখ ঘুরিয়ে ইশারা করছে, কখনও নায়িকাকে দেখে হেসে গড়িয়ে পড়ছে। শ্রীময়ী বলেন যে তাঁর তো এইসব দেখে মনে হচ্ছে কৃষভি ছেলে হলে তো মিমির প্রেমে পড়ে যেত। গত নভেম্বরেই কাঞ্চন ও শ্রীময়ীর কন্য কৃষভির জন্ম। জন্মের পর থেকে কৃষভিকে আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। তবে অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মুখে ভাত দিয়ে কৃষভির মুখ দেখান কাঞ্চন-শ্রীময়ী। 

বছরের শুরু থেকেই চর্চায় ছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থার ভৌতিক ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। যা শীতের মরশুমে মুক্তি পাবে। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে। মিমি, সোহম মজুমদার, বনি সেনগুপ্তদের সঙ্গে তাই কাঞ্চনও পৌঁছে যান উত্তরবঙ্গে। লাভার পাহাড়ি অঞ্চল থেকে শুরু হয় 'ভানুপ্রিয়া ভাতের হোটেল'-এর শ্যুটিং। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement