Advertisement

The Kapil Sharma Show : কপিল শর্মা শো-তে অর্চনার জায়গায় অন্য মুখ? যা বললেন অভিনেত্রী...

দ্য কপিল শর্মা শো-তে কাজল এবং ছবির সমস্ত তারকাদের ব্যাপক মজা কতে দেখা যায়। এমনকী শো-য়ের পরেও হাসি থামেনি কাজলের (Kajol)। তিনি বলেন, 'আমি যখনই শো-তে আসি, তখন কতটা মজা পাই তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এত হাসি যে পরের দিন পর্যন্ত আমার গাল ব্যাথা করে। তখন ভাবি কীভাবে আমি ৩ ঘন্টা অবিরাম হাসতে পারি।' তখনই কাজলের প্রশংসা করে অর্চনা বলেন, 'কেউ যদি আমার চেয়ার নিতে পারে, তবে সে কাজল ছাড়া আর কেউ নয়।'

অর্চনা পুরন সিংঅর্চনা পুরন সিং
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 05 Dec 2022,
  • अपडेटेड 12:11 PM IST
  • দ্য কপিল শর্মা শো-তে এলেন কাজল
  • আশঙ্কা প্রকাশ কাজলের

দ্য কপিল শর্মা শো-এর (The Kapil Sharma Show) অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য অভিনেত্রী অর্চনা পুরন সিং। প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধুর জায়গায় ওই শো-তে আসেন তিনি। মাঝে মধ্যে সেই নিয়ে শো-তে মজা করতেও শোনা গিয়েছে কপিল শর্মাকে। তবে এবার অর্চনার মুখেই শোনা গেল অন্যরকম কথা।

কে আসবেন অর্চনার জায়গায়?
শো-এর সর্বশেষ এপিসোডে নভজ্যোত সিং সিধু নয়, বলিউডের এক শীর্ষ অভিনেত্রীকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অর্চনা পুরন সিং (Archana Puran Singh)। নিশ্চয় আপনিও সেই নাম জানতে আগ্রহী? নাম জানানোর আগে আরও সাসপেন্স বজায় রাখা যেতে পারে। কারণ বলিউডের একজন প্রতিভাবান ও টপ অভিনেত্রীর নাম নিয়েছেন অর্চনা। তিনি মনে করেন কপিলের শো-তে কেবল কাজলই তাঁর চেয়ার নিতে পারেন। নিজের ছবি সালাম ভ্যাঙ্কির প্রচারের জন্য শো-তে গিয়েছিলেন কাজল। কাজলের সঙ্গে দেখা যায় রেবতী ও বিশাল জেঠওয়াকেও। 

শো-তে দারুণ মজা হল
দ্য কপিল শর্মা শো-তে কাজল এবং ছবির সমস্ত তারকাদের ব্যাপক মজা কতে দেখা যায়। এমনকী শো-য়ের পরেও হাসি থামেনি কাজলের (Kajol)। তিনি বলেন, 'আমি যখনই শো-তে আসি, তখন কতটা মজা পাই তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এত হাসি যে পরের দিন পর্যন্ত আমার গাল ব্যাথা করে। তখন ভাবি কীভাবে আমি ৩ ঘন্টা অবিরাম হাসতে পারি।' তখনই কাজলের প্রশংসা করে অর্চনা বলেন, 'কেউ যদি আমার চেয়ার নিতে পারে, তবে সে কাজল ছাড়া আর কেউ নয়।'

আরও পড়ুন

একদিক থেকে দেখলে অর্চনার কথা খুব একটা ভুলও নয়। কারণ কাজল যেভাবে হাসেন, তাতে তিনিই হয়ত অর্চনার যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন। এছাড়া কাজলের ফ্যানেদের প্রতি ভালবাসা ও স্বভাবও মানুষ খুব পছন্দ করেন। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনওদিন কাজলকে অর্চনার জায়গায় দেখা যায়, তবে তিনি যে নিরাশ করবেন না তা নিঃসন্দেহে বলা যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement