Advertisement

Karan Johar: কঙ্কালসার চেহারা! করণ জোহর কি গুরুতর অসুস্থ? মুখ খুললেন পরিচালক

কঙ্কালসার চেহারা হয়ে গিয়েছে করণ জোহরের! পরিচালককে দেখে যেন চেনাই যাচ্ছে না। তিনি কি কি গুরুতর অসুস্থ?একের পর এক ছবি দেখে নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নগুলিই। এবার সব কথার জবাব দিলেন তিনি।

করণ জোহর করণ জোহর
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 11 Jul 2025,
  • अपडेटेड 5:00 PM IST
  • কঙ্কালসার চেহারা হয়ে গিয়েছে করণ জোহরের
  • তিনি কি গুরুতর অসুস্থ?
  • জবাব দিলেন খোদ পরিচালক

ভেঙে গিয়েছে চোয়াল, মুখ ভর্তি রিঙ্কল। চোখের তলায় কালি আর হাড়গিলে চেহারার করণ জোহরকে দেখে যেন চেনা দায়। বলিউডের এই পরিচালক কি গুরুতর অসুস্থ? জটিল কোনও রোগে ভুগছেন? একের পর এক ছবি দেখে নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নগুলিই। এবার সমস্ত জল্পনার জবাব দিলেন করণ নিজেই।

করণ জোহর

শুক্রবার তাঁর নয়া ছবি 'ধড়ক-২' এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রোডিউসার-ডিরেক্টর করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া নানা চর্চা নিয়ে মুখ খুললেন সেখানেই। তিনি বলেন, 'নিজের স্বাস্থ্য সংক্রান্ত রুটিনে বিস্তর পরিবর্তন এনেছি। সে কারণেই আমার ওজন কমেছে। কোনও রোগে ভুগছি না আমি। সম্পূর্ণ সুস্থ রয়েছি। আগামী দিনেও সুস্থ থাকার প্রার্থনা করি।' করণ জোহর বলেন, 'আমার বয়স এখন ৫৩। আমি সম্পূর্ণ সুস্থ এবং বেঁচে রয়েছি আপনাদের সামনে। আমি আরও বাঁচতে চাই। বিশেষ করে আমার ছেলেমেয়ের জন্য আরও বেশিদিন বাঁচতে চাই।'

তবে ওজন কমায় বেজায় খুশি করণ। তিনি বলেন, 'আমি একদম সুস্থ। এত রোগা কখনও অনুভব করিনি। ভীষণ খুশি আমি। ওজন কমার একটাই কারণ, অনেক বদল এনেছি জীবনে। লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে।'

করণ জোহর

দর্শকাসনে বসা এক ভদ্রমহিলা করণকে তাঁর লুকের জন্য তারিফ করেন। ৫৩ বছর বয়সেও তিনি ২৫ বছরের যুবকের মতো রয়েছেন বলে উল্লেখ করেন। আপ্লুত পরিচালক তাঁকে জবাবে বলেন, 'অনেক ধন্যবাদ এমনটা বলার জন্য। আমি ৫৩ বছর বয়সী সিঙ্গল মানুষ। আপনার কথা শুনে অন্তত কারও যদি আমার উপর নজর পড়ে। আপনি এখন গোটা বিশ্বে আমার সবচেয়ে প্রিয় মানুষ।' মজার ছলে বলেন করণ জোহর।

Read more!
Advertisement
Advertisement