Advertisement

পান মশলার বিজ্ঞাপন ফেরালেন কার্তিক, টাকার অফার জানলে চমকে যাবেন

পানমশলা কোম্পানির বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ান। একজন প্রথম শ্রেণির অ্যাড গুরুর তরফে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, "এটি সম্পূর্ণ সত্য। ৯ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কার্তিক আরিয়ান। বিজ্ঞাপনটি একটি পান মশলা কোম্পানির। যা কার্তিক অস্বীকার করেন। কার্তিককে খুব নীতিবান মনে হয়। ওর মধ্যে এমন কিছু আছে যা আজকের অভিনেতাদের মধ্যে নেই। মানুষ প্রায়শই এই ধরনের অফার গ্রহণ করেন। এত বিপুল পরিমাণ অর্থ প্রত্যাখ্যান করা একটি বড় ব্যাপার। এটি কোন সহজ কাজ নয়। তবে তরুণদের মধ্যে নিজের ভাবমূর্তি নিয়ে খুবই দায়িত্বশীল কার্তিক।"

Kartik AaryanKartik Aaryan
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 29 Aug 2022,
  • अपडेटेड 8:38 PM IST
  • বিজ্ঞাপনের অফার ফেরালেন কার্তিক
  • অফার ছিল ৯ কোটি টাকার
  • জেনে নিন গোটা বিষয়টি

বছরের পর বছর ধরে পানমশলার বিজ্ঞাপন করছেন বলিউড তারকারা। তার জন্য মোটা অর্থও পান তাঁরা। সম্প্রতি শোনা যাচ্ছে, এমন একটি অফার পেয়েছিলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। যদিও কোটি কোটি টাকা অফার থাকা সত্ত্বেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন কার্তিক। 

৯ কোটি টাকা বিজ্ঞাপন প্রত্যাখ্যান
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, পানমশলা কোম্পানির বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ান। একজন প্রথম শ্রেণির অ্যাড গুরুর তরফে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, "এটি সম্পূর্ণ সত্য। ৯ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কার্তিক আরিয়ান। বিজ্ঞাপনটি একটি পান মশলা কোম্পানির। যা কার্তিক অস্বীকার করেন। কার্তিককে খুব নীতিবান মনে হয়। ওর মধ্যে এমন কিছু আছে যা আজকের অভিনেতাদের মধ্যে নেই। মানুষ প্রায়শই এই ধরনের অফার গ্রহণ করেন। এত বিপুল পরিমাণ অর্থ প্রত্যাখ্যান করা একটি বড় ব্যাপার। এটি কোন সহজ কাজ নয়। তবে তরুণদের মধ্যে নিজের ভাবমূর্তি নিয়ে খুবই দায়িত্বশীল কার্তিক।"

সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহলানিও কার্তিকের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। পহলাজ বলেন, "পান মশলা মানুষকে মারছে। এমতাবস্থায়, অভিনেতাদের মাধ্যমে মানুষের মধ্যে এটি প্রচার করা একটি ভুল পদক্ষেপ। টাকার জন্য দেশের স্বাস্থ্য নষ্ট করা ঠিক নয়।" পহলাজ আরও বলেন, "পান মশলার বিজ্ঞাপন করা আইনত অপরাধ। এই পণ্যগুলির বিজ্ঞাপন অবৈধ। সেই কারণে যে অভিনেতারা এই বিজ্ঞাপনগুলিকে সাপোর্ট করেন তাঁরাও আসলে এই অবৈধ কার্যকলাপকেই সমর্থন করেন।"

আরও পড়ুন

বিপাকে পড়েছিলেন অক্ষয় কুমার
প্রসঙ্গত, কয়েক মাস আগে পান মশলার বিজ্ঞাপনের জন্য ট্রোলের শিকার হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ভক্তরা তাঁর উপর এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তাঁর ছবি বয়কট করারও দাবি জানিয়েছিলেন। এর পর ক্ষমা চেয়ে চিঠি দিতে হয় অক্ষয়কে। মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন এই অভিনেতা। সেই জায়গায়, এই বিজ্ঞাপন প্রত্যাখ্যান করে কার্তিক ফের প্রমাণ করলেন যে তিনি সবদিক থেকেই ইয়ুথ আইকন হয়ে ওঠার যোগ্য।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement