Advertisement

KIFF 2022- Amitabh Bachchan: ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভকে বিশেষ সম্মান, নন্দন চত্বর ভরবে বিগ বি-এর কাটআউটে

28th Kolkata International Film Festival: আর হাতে গোনা দিন পরে শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে তার প্রস্তুতি।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনবলিউড অভিনেতা অমিতাভ বচ্চন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2022,
  • अपडेटेड 6:27 PM IST

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival / KIFF) দিকে। আর হাতে গোনা দিন পরে শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে তার প্রস্তুতি। সিনেমার পার্বণ চলবে ১৫ থেকে ২২ ডিসেম্বর অবধি।  

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন  

২০১৯ সালের পর, কোভিডের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুসেও কিছুটা ঘাটতি পড়েছিল। এবছর ফের জাকজমকপূর্ণভাবে হবে উদ্বোধন। আগেই জানা গিয়েছিল হাজির থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (KIFF Inauguration) থাকতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। আমন্ত্রণ জানানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)।

আরও পড়ুন

২০১৯ সালে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি বিগ বি। তবে এবার তিনি সস্ত্রীক হাজির থাকবেন বলেই খবর। অন্যদিকে ২০২২ সালে কোভিডের জন্য, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কিং খান। শোনা যাচ্ছে এবছর নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও (CV Anand Bose) আমান্ত্রণ জানানো হবে। কানাঘুষো শোনা যাচ্ছে, এবার ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও অরিজিত সিং (Arijit Singh)। ১৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের মঞ্চে দেখা গিয়েছিল রানিকে। বলাই বাহুল্য উদ্বোধনী অনুষ্ঠানে এবছরও বসবে চাঁদের হাট। 

সিনেমা উৎসবে বিগ বি-কে বিশেষ সম্মান

এই বছরে ৮০তে পা দিলেন অমিতাভ বচ্চন। খবর অনুযায়ী, এবছর তাঁকে ঘিরেই সাজতে চলেছে গোটা নন্দন চত্বর। কাটআউট থেকে বড় ব্যানারে থাকবেন শুধুই বিগ বি। এছাড়াও বলিউড শাহেনশাহকে  সম্মান জানাতে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। তাঁর নয়টি ছবি প্রদর্শনীত হবে চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ও জয়া-অমিতাভ অভিনীত ছবি 'অভিমান'। 

Advertisement

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে হৃষিকেশ, ভারতী দেবী, দিলীপ কুমার, অসিত সেন, কে আসিফ, অ্যালান রেনে, পিয়ের পাওলো পাসোলনির ছবি। হোমেজে থাকছে জঁ লুক গোদার পরিচালিত কিছু ছবি। ৫৭ দেশের মোট ১০৭৮ ছবি প্রদর্শিত হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে।

মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে এবার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে, সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানোরামা।

Read more!
Advertisement
Advertisement