Advertisement

Lionel Messi Kolkata: যুবভারতীতে GOAT মেসি ম্যাজিক, সঞ্চালনার দায়িত্বে থাকছেন এই টলি নায়ক

আজ শহর কাঁপছে মেসি-জ্বরে। শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিয়েছেন লিওনেল মেসি। এই নিয়ে দ্বিতীয়বার তিলোত্তমার বুকে পা রাখলেন ফুটবল দুনিয়ার মহাতারকা। আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখবেন তিনি।

মেসির অনুষ্ঠানের সঞ্চালনায় এই টলি নায়কমেসির অনুষ্ঠানের সঞ্চালনায় এই টলি নায়ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 10:28 AM IST
  • আজ শহর কাঁপছে মেসি-জ্বরে।

আজ শহর কাঁপছে মেসি-জ্বরে। শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিয়েছেন লিওনেল মেসি। এই নিয়ে দ্বিতীয়বার তিলোত্তমার বুকে পা রাখলেন ফুটবল দুনিয়ার মহাতারকা। আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখবেন তিনি। সঙ্গে থাকবেন বলিউডের কিং শাহরুখ খান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই মেসি ও শাহরুখের সামনে সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন টলিপাড়ার এই নায়ক। তিনি সামলাবেন স্টেডিয়ামের গোটা অনুষ্ঠানটি। জানেন সেই নায়কটি কে?

সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম ছবিতে তাঁর অভিনয় সকলের মন জয় করে নিয়েছিল। এরপর অতি উত্তম, কড়ক সিং, হস্টেবল ডেজ সহ বেশ কিছু ছবিতে কাজ করে তিনি এখন বেশ চেনা মুখ। কথা হচ্ছে অনিন্দ্য সেনগুপ্তের। যিনি অভিনয়ের পাশাপাশি কমেন্ট্রিতেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন। আর এই অনিন্দ্যই স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন। কিছুটা নার্ভাস আবার তার চেয়েও বেশি উচ্ছ্বসিত অনিন্দ্যর কাছে এটা একেবারে স্বপ্নের মতোই। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এক সংবাদমাধ্যমকে অনিন্দ্য জানিয়েছেন যে এরকম সুযোগ তাঁর জীবনে আসবে তা তিনি ভাবেননি। মেসি-শাহরুখের সামনে তিনি সঞ্চালনা করবেন, এটা ভাবলেই অনিন্দ্যর রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই চলছে মহড়া। অভিনেতা জানিয়েছেন যে তাঁর খেলার প্রতি ভালোবাসা প্রথম থেকেই ছিল আর তার ওপর মেসি, এই সুযোগ জীবনে যে আসবে তা ভাবতেই পারেননি। মেসি, শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে থাকবেন অনিন্দ্য, এই অনুভূতি এক অন্য ধরনের জানিয়েছেন অভিনেতা। অনিন্দ্য এও জানান যে তিনি মেসি ও শাহরুখ দুজনেরই ভীষণ ভক্ত। তাই পাশে দাঁড়িয়ে পেশাগত দিক যেমন সামলাবেন তেমনি মনের ভিতর অস্থিরতাও চলতে থাকবে। 

অনিন্দ্যকে এর আগে গত বছরের আইপিএলে কমেন্ট্রি করতে দেখা গিয়েছিল। অনিন্দ্য অনেক বছর ধরেই সঞ্চালনার কাজ করছেন এবং সেটা খেলাধূলা সম্পর্কিত। অনিন্দ্য খেলার কমেন্টারি করেন নিয়মিত। নিজেও একটা সময়ে ফুটবলার হতে চেয়েছিলেন। তবে মেসির অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তাঁর কাঁধে আসায় তিনি ভীষণ রকমভাবে খুশি। প্রসঙ্গত, ১১টা ১৫ মিনিট নাগাদ মেসি যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর চলবে সংবর্ধনার পালা। প্লেয়ারদের সঙ্গে পরিচয় সারবেন মেসি, শাহরুখরা।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement