Advertisement

Manosi Sengupta: দেখা যাচ্ছে অন্তর্বাস, পারদ চড়াচ্ছেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা

Manosi Sengupta: 'নিম ফুলের মধু' সিরিয়ালের দৌলতে এখন ঘরে ঘরে পরিচিতি পেয়ে গিয়েছেন পর্ণার জা মৌমিতা। সৃজনের বউদির চরিত্রে অভিনয় করছেন টেলি তারকা মানসী সেনগুপ্ত। এমনিতে সিরিয়াল জগতে মানসী অত্যন্ত পরিচিত এক মুখ তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন, তা দেখে রাতের ঘুম উড়েছে নেট দুনিয়ার।

মানসীর সাহসী অবতারে খাবি খাচ্ছে সোশ্যাল মিডিয়ামানসীর সাহসী অবতারে খাবি খাচ্ছে সোশ্যাল মিডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2023,
  • अपडेटेड 9:15 PM IST
  • 'নিম ফুলের মধু' সিরিয়ালের দৌলতে এখন ঘরে ঘরে পরিচিতি পেয়ে গিয়েছেন পর্ণার জা মৌমিতা। সৃজনের বউদির চরিত্রে অভিনয় করছেন টেলি তারকা মানসী সেনগুপ্ত

'নিম ফুলের মধু' সিরিয়ালের দৌলতে এখন ঘরে ঘরে পরিচিতি পেয়ে গিয়েছেন পর্ণার জা মৌমিতা। সৃজনের বউদির চরিত্রে অভিনয় করছেন টেলি তারকা মানসী সেনগুপ্ত। এমনিতে সিরিয়াল জগতে মানসী অত্যন্ত পরিচিত এক মুখ তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন, তা দেখে রাতের ঘুম উড়েছে নেট দুনিয়ার। এমন সাহসী অবতারে আগে কখনও ধরা দেননি মানসী। 

অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে একেবারে একেবারে ‘বিচ মুড’-এর রয়েছেন মানসী। অভিনেত্রীর পরনে আকাশি নীল রঙের শার্ট। যার অধিকাংশ বোতাম খোলা। তাতেই উন্মুক্ত অন্তর্বাস। মানসীর মাল্টি কালার অন্তর্বাস থেকে উঁকি মারছে অভিনেত্রীর ক্লিভেজ। এই সাহসী অবতারে অভিনেত্রীকে দেখে খাবি খাচ্ছে নেট দুনিয়া। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তাঁর এই ছবি-ভিডিওগুলিতে। 

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মানসী। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসতি হয়েছে।

নিম ফুলের মধু সিরিয়ালে সৃজনের বউদি মৌমিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। এটা এক ধরনের নেগেটিভ চরিত্রই বটে। টেলিভিশনের পরিচিত মুখ মানসীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই তাঁর একাধিক সাহসী ছবির দেখা মিলবে। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াতে ওস্তাদ অভিনেত্রী। রিল মৌমিতার সঙ্গে বাস্তবের মানসীর কিন্তু আকাশ-পাতাল তফাৎ। পর্দার একেবারে সাদামাটা মৌমিতা বাস্তবে রীতিমতো হট অ্যান্ড হ্যাপেনিং। যাইহোক এখন মানসীর সাহসী অবতার সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়ে চলেছে।  

Read more!
Advertisement
Advertisement