Advertisement

'এখনও মারা যাইনি', মৃত্যুর খবর খারিজ করে মিম শেয়ার Mia Khalifa-র

ট্যুইটারে একটি মিম শেয়ার করে নিজের মৃত্যুর ভুয়ো খবর খারিজ করে দেন মিয়া খলিফা। তিনি লেখেন, 'আমি এখনও মারা যাইনি। আমি ভালই অনুভব করছি'। প্রসঙ্গত, মডেলের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর নামের আগে রিমেম্বারিং লেখা রয়েছে। তবে তাঁর জীবিত থাকার খবরে আপাতত স্বস্তিতে ফ্যানেরা। 

মিয়া খলিফা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2022,
  • अपडेटेड 11:05 PM IST
  • মিম শেয়ার করলেন মিয়া খলিফা
  • মৃত্যুর খবর করলেন খারিজ
  • স্বস্তিতে মডেলের ভক্তরা

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ভুয়ো খবর ছড়ায়। তেমনই একটি খবর ছড়ায় কিছুদিন আগে। শোনা যায় মডেল মিয়া খলিফার (Mia Khalifa) নাকি মৃত্যু হয়েছে। তবে বিষয়টি জানার পরেই সকলের উদ্বেগের অবসান ঘটান মডেল স্বয়ং। একটি মিম শেয়ার করে মিয়া খলিফা জানিয়েছেন যে তিনি এখনও জীবিত রয়েছেন। 

ট্যুইটারে একটি মিম শেয়ার করে নিজের মৃত্যুর ভুয়ো খবর খারিজ করে দেন মিয়া খলিফা। তিনি লেখেন, 'আমি এখনও মারা যাইনি। আমি ভালই অনুভব করছি'। প্রসঙ্গত, মডেলের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর নামের আগে রিমেম্বারিং লেখা রয়েছে। তবে তাঁর জীবিত থাকার খবরে আপাতত স্বস্তিতে ফ্যানেরা। 

এক ফ্যান লিখেছেন, 'ওয়েলকাম ব্যাক মিয়া, আপনি ফিরে আসায় আমি খুশি। আমরা আপনাকে মিস করেছি'। আরও এক ইউজার লিখেছেন, 'আপনাকে দেখে ভাল লাগছে'। কেউ কেউ তো আরও কিছু মিম শেয়ার করছেন। যে মিমটি মিয়া শেয়ার করেছেন সেটি ১৯৭৫ সালের একটি ছবির। 

মিয়া খলিফার ফেসবুক অ্যাকাউন্ট

প্রসঙ্গত, মিয়া খলিফা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ফেসবুকে মিয়া খলিফার ৪.২ মিলিয়ন ফলোয়ার্স রয়েছেন। পাশাপাশি ইনস্টাগ্রামে রয়েছে ২৬.৯ মিলিয়ন ফলোয়ার্স। এছাড়া ট্যুইটারে আরও ৪.১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছেন। 

আরও পড়ুনসমুদ্রের নিচে স্বামীকে খুঁজছেন Sunny Leone, Viral আন্ডার ওয়াটার ডাইভিং-এর ছবি 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement