দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। মিসেস ওয়ার্ল্ডের খেতাব জিতল ভারত। সরগম কৌশল মিসেস ওয়ার্ল্ড ২০২২-এর মঞ্চে বিজয়ীর তাজ পরেছেন মাথায়। সমগ্র দেশবাসীর জন্য যা গর্বের মুহূর্ত।
এবার মিসেস ওয়ার্ল্ড ২০২২ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের সুন্দরী বিবাহিতরা। ২১ বছর পর মিসেস ওয়ার্ল্ডের খেতাবের প্রাপক হিসেবে সরগম কৌশলের নাম ঘোষণা হতেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সরগমের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওয় দেখা যাচ্ছে, বিশ্বসুন্দরীর তাজ পরে আনন্দের জল সরগমের চোখে।
মিসেস ওয়ার্ল্ড ২০২২ মুকুট জেতার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সরগম কৌশল। অদিতি গোবিত্রিকর, সোহা আলি খান, বিবেক ওবেরয়, এবং মহম্মদ আজহারউদ্দিনরা সরগামকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া অদিতি গোবিত্রিকর লিখেছেন,'আমি এই যাত্রার অংশ হতে পেরে খুশি। বিশ্বসুন্দরীর তাজ ২১ বছর পর ফিরে এসেছে। আপনাকে আন্তরিক অভিনন্দন। ২০০১ সালে অদিতি গোবিত্রিকর জিতেছিলেন গৃহকর্ত্রীদের সৌন্দর্যের শিরোপা।'
সরগম কৌশল কে?
মিসেস ওয়ার্ল্ড খেতাব জিতে দেশবাসীর কাছে খ্যাতি এনে দেওয়া সরগম কৌশল জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তিনি শিক্ষিকা এবং মডেল। ২০১৮ সালে বিয়ে হয় সরগমের। বিয়ের পর থেকেই তিনি মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জেতার স্বপ্ন দেখেছিলেন।
সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাসকে সঙ্গী করে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পৌঁছেছিলেন সরগম কৌশল। জয়ের পর ভারতে ফিরে আসেন। সরগম কৌশল মিসেস ইন্ডিয়া ২০২২-এর বিজয়ী। বিয়ের পর সরগম মিসেস ইন্ডিয়ার মুকুট জিতেছিল। মিসেস ওয়ার্ল্ড হয়ে তিনি প্রমাণ করলেন স্বপ্নের উড়ানে বাধা হতে পারে না বিয়ে। বিবাহিত হয়েও বিশ্বজয় সম্ভব।