Advertisement

Neha Kakkar: পোশাকের উপর ব্রা! নেহার স্টাইলে ট্রোলিং শুরু

Neha Kakkar: বিতর্ক পিছু ছাড়ছে না নেহা কক্করের। একের পর এক বোকার মতো কাজ কর্ম করে শিরোনামে আসছেন গায়িকা। চলতি বছরের মার্চ মাসে মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে গিয়ে সেখানেও কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। নির্দিষ্ট সময় না পৌঁছনোয় তাঁকে মঞ্চে অনুষ্ঠান করতে দেননি আয়োজকরা।

নেহা কক্করনেহা কক্কর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 4:37 PM IST
  • বিতর্ক পিছু ছাড়ছে না নেহা কক্করের।

বিতর্ক পিছু ছাড়ছে না নেহা কক্করের। একের পর এক বোকার মতো কাজ কর্ম করে শিরোনামে আসছেন গায়িকা। চলতি বছরের মার্চ মাসে মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে গিয়ে সেখানেও কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। নির্দিষ্ট সময় না পৌঁছনোয় তাঁকে মঞ্চে অনুষ্ঠান করতে দেননি আয়োজকরা। সেই নিয়ে জলঘোলা কম হয়নি। এবার পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন নেহা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 

নেহা কক্কর সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের পারফর্ম্যান্সের কিছু ছবি শেয়ার করেছেন। আর এই ছবিতে নেহার লুকস দেখে নেটিজেনদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। নেহা সাদা রঙের ক্রপ টপের সঙ্গে ওপরে নীল রঙের অন্তর্বাস পরেছেন। ধূসর রঙের ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট। তার ভিতর থেকে উঁকি দিচ্ছে আরও একটি ট্র্যাক প্যান্ট, সেটি আবার অন্তর্বাসের সঙ্গে রং মিলিয়ে নীল। সেই ছবি দেখে অনেকেই বুঝতে পারছেন না নেহা কেন টপের ওপর ব্রা পরেছেনয তারপরই গায়িকার দিকে একের পর এক ধিক্কার ধেয়ে এসেছে। 

নেহার একহাতে ধরা ভাইরাল লাবুবু পুতুল ও অন্য হাতে মাইক্রোফোন। নেটিজেনের একাংশ যখন নেহার এই কুল লুকের প্রশংসা করেছেন তখন কেউ কেউ নেহাকে ট্রোল করতে ছাড়েননি। অনেকে আবার এই ধরনের পোশাক পরার জন্য নেহাকে নিয়ে মস্করাও করেন। নেহার চেহারা দেখে অনেকেই ‘সুপারম্যান’ বা ‘ফ্যান্টম’ (অরণ্যদেব)-এর কথা মনে করেছেন। যদিও তাদের সুঠাম শরীরে পোশাক ছিল আঁটসাঁট। তাই, তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। নেহা যেন কোনও কিছুই করে উঠতে পারেননি।

নেহাকে ট্রোল করে কেউ লেখেন, এটা কেমন ধরনের ফ্যাশন, টপের ওপর ব্রা। আবার কেউ কেউ লেখেন, অদ্ভুত লোকজন টপের ওপর ব্রা পরছে। আবার কেউ লিখেছেন, এমন কুরুচিকর সাজলেন কেন নেহা!কিন্তু হঠাৎ করে নেহা এই ধরনের পোশাক কেন পরতে গেলেন, কেউই সেটা বুঝতে পারছেন না। এর আগেও নেহা একাধিক বিষয় নিয়ে ট্রোলের মুখে পড়েছেন।  

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement