Advertisement

Adnan Sami: 'একদিন সব ফাঁস করব', পাকিস্তানি হয়েও কেন ভারতে থাকেন আদনান?

Adnan Sami: পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন পাক গায়ক আদনান সামি। পহেলগাঁও হামলার পর ভারত সরকার ঘোষণা করে যে সমস্ত পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে এই দেশ ছাড়তে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন প্রশ্ন তোলেন যে আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

কেন ভারতে থাকেন আদনান?কেন ভারতে থাকেন আদনান?
Aajtak Bangla
  • মুম্বই,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 4:00 PM IST
  • আদনান পাকিস্তানের নাগরিক হলেও তিনি ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়ে যান।

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন পাক গায়ক আদনান সামি। পহেলগাঁও হামলার পর ভারত সরকার ঘোষণা করে যে সমস্ত পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে এই দেশ ছাড়তে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন প্রশ্ন তোলেন যে আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। আদনান প্রাক্তন পাক মন্ত্রীকে অশিক্ষিত বোকা বলে অভিহিত করার পাশাপাশি এও জানিয়েছেন যে তিনি ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন। 

প্রসঙ্গত, আদনান পাকিস্তানের নাগরিক হলেও তিনি ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়ে যান। বিভিন্ন ক্ষেত্রে এই দেশের হয়েই সুর চড়াতে দেখা গিয়েছে গায়ককে। পহেলগাঁও হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দেন যে পাক নাগরিকেরা যেন তাঁদের দেশে ফিরে যান। আর তা নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ হোসেন। শুক্রবারই অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন যে ২৭ এপ্রিলের মধ্যে যেন সব পাক নাগরিক এই দেশ ছেড়ে দেন। তবে যাঁদের মেডিক্যাল ভিসা আছে, তাঁরা ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে যেতে পারবেন। 

এরপরই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন, আদনান সামি তাহলে কী করবেন? তারই কড়া ভাষায় জবাব দিলেন গায়ক আদনান। তিনি পাক মন্ত্রীকে জবাবে বলেন, এই অশিক্ষিত বোকাকে কে বলবে এটা? তবে এখানেই এই বাকযুদ্ধ শেষ হয় না। পাক মন্ত্রী যখন এটা জানান যে গায়ক লাহোর থেকে, এরপর রাগ আরও বাড়ে আদনানের। তিনি প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে শুধরে দিয়ে বলেন যে তিনি তথ্য মন্ত্রকের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভুল তথ্য পরিবেশন করছেন। আদনান লাহোরের নয়, পেশোয়ার শহরের বাসিন্দা। এখানে উল্লেখ্য যে ইমরান খান শাসিত সরকারে ফাওয়াদ হুসেন  তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত মন্ত্রী ছিলেন। 

২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেন আদনান। সেই সময় তিনি জানিয়েছিলেন কেন তিনি ভারতকে ভালোবাসেন। আদনান লিখেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁদের উপর আমার রাগ নেই। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে আমি ভালবাসি। এরপর পাক সরকারকে নিয়ে আদনান লিখেছিলেন যে, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানবেন এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

Advertisement

কেন পাকিস্তান সরকারের ওপর এত রাগ গায়কের? গায়ক লিখেছিলেন, এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব। ২০১৬ সালে আদনান ভারতের নাগরিকত্ব পাওয়ার পর মুম্বইতে তাঁর পরিবার নিয়ে থাকেন। এক পুরনো সাক্ষাৎকারে আদনান জানিয়েছিলেন যে ভারতীয় নাগরিকত্ব পেতে তাঁকে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে এবং তিনি দেড়বছর ধরে দেশছাড়া হয়েছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক এও জানিয়েছিলেন যে পাকিস্তানে তাঁর প্রাণের ঝুঁকি ছিল। 

 

Read more!
Advertisement
Advertisement