Advertisement

Aditi Munshi: টলিপাড়ায় সুখবর, মা হলেন অদিতি মুন্সী, ছাব্বিশের ভোটে প্রার্থী হবেন?

এক সংবাদমাধ্যমের কাছে এই খবর জানিয়েছেন নতুন বাবা দেবরাজ। কীর্তন গায়িকার পাশাপাশি অদিতি রাজনৈতিক কর্মকাণ্ড চালান। অদিতি এই মুহূর্তে রাজারহাট-গোপালপুরের বিধায়ক। ২০১৮ সালে অদিতির সঙ্গে বিয়ে হয় তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর।

মা হলেন অদিতি মুন্সীমা হলেন অদিতি মুন্সী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 11:24 AM IST
  • মা হলেন জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সী।

বছরের শুরুতেই সুখবর সঙ্গীত জগত তথা বিনোদন মহলে। মা হলেন জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সী। রবিবার সকালেই এই সুখবর পাওয়া যায়। অদিতি ও দেবরাজ চক্রবর্তীর ঘরে এসেছে পুত্র সন্তান। প্রসঙ্গত, অনেকদিন ধরেই জল্পনা ছিল যে গায়িকা মনে হয় প্রেগন্যান্ট। এবার সেই মন ভাল করা খবরটি পাওয়া গেল। 

এক সংবাদমাধ্যমের কাছে এই খবর জানিয়েছেন নতুন বাবা দেবরাজ। কীর্তন গায়িকার পাশাপাশি অদিতি রাজনৈতিক কর্মকাণ্ড চালান। অদিতি এই মুহূর্তে রাজারহাট-গোপালপুরের বিধায়ক। ২০১৮ সালে অদিতির সঙ্গে বিয়ে হয় তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর। মিষ্টি হাসি ও লক্ষ্মী ঠাকুরের মতো মুখের আদল আর সঙ্গে মিষ্টি গলায় কীর্তন গেয়ে সকলের মন জয় করেন অদিতি। 

বিয়ের ঠিক সাত বছরের মাথায় অদিতি ও দেবরাজের ঘরে সন্তান এল। রবিবার সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দেন অদিতি। বেশ কিছুমাস ধরেই গায়িকা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাই তাঁকে সোশ্যাল মিডিয়া বা অনুষ্ঠান করতেও দেখা যায়নি। অদিতিকে শেষ দেখা গিয়েছিল জ়ি বাংলা সোনার চ্যানেলে একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায়।

অদিতি এই মুহূর্তে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক। ২০২৬-এ  বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কোন-কোন তারকা প্রার্থীকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক সেই সময়ে খবর এলো, মা হয়েছেন অদিতি। আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি এই কেন্দ্রে থেকে অদিতি মুন্সীকে দাঁড় করানো হবে না, অন্য কোনও মুখকে দেখা যেতে পারে এই কেন্দ্রে, তা নিয়েই চলছে জল্পনা। এমনিতে গান আর রাজনীতির কাজে ভারসাম্য রাখতে অদিতির কোনও সমস্যা হয়নি। বিধায়ক হওয়ার পর নিয়মিত গানের অনুষ্ঠানে পাওয়া গিয়েছে অদিতিকে। এখন সামনের এক বছর কীভাবে কাজ সাজাবেন অদিতি, সেই দিকে নজর থাকবে টলিপাড়ার।

Read more!
Advertisement
Advertisement