Advertisement

Usha Uthup: টিভি দেখতে দেখতে হার্ট অ্যাটাক, ঊষা উত্থুপের স্বামী প্রয়াত

Usha Uthup: ইন্ডিয়ান পপ আইকন এবং নিজের এক আলাদা কন্ঠস্বরের জন্য জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ প্রয়াত। বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবারই তাঁর মৃত্যুর খবর আসে। ঊষা উত্থুপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রয়াত ঊষা উত্থুপের স্বামীপ্রয়াত ঊষা উত্থুপের স্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2024,
  • अपडेटेड 9:49 AM IST
  • ইন্ডিয়ান পপ আইকন এবং নিজের এক আলাদা কন্ঠস্বরের জন্য জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ প্রয়াত।

ইন্ডিয়ান পপ আইকন এবং নিজের এক আলাদা কন্ঠস্বরের জন্য জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ প্রয়াত। বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবারই তাঁর মৃত্যুর খবর আসে। ঊষা উত্থুপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গিয়েছে যে, জনি তাঁর বাড়িতে টিভি দেখার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। তখন ঊষা তাঁর অফিসে ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে যে গায়িকার স্বামী জনির বড় ধরনের হার্ট অ্যাটাক হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়। জনি ঊষা উত্থুপের দ্বিতীয় পক্ষের স্বামী। পেশাজীবনে চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। দম্পতির একটি পুত্রসন্তান ও কন্যাসন্তান রয়েছেন। ঊষা ও জনির প্রথম দেখা হয়েছিল ৭০ দশকের শুরুতে। প্রসঙ্গত, সূত্রের খবর, প্রথম স্বামী রামুর সঙ্গে দাম্পত্যে থাকার সময়েই ঊষার জীবনে আসেন চাকো। তিনি প্রথমে সরাসরি তাঁর ভালবাসার কথা জানান ঊষার প্রথম স্বামীকে। রামু তাঁর গায়িকা স্ত্রীকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, চাকোর প্রতি তাঁরও অনুভূতি আছে। এর পরেই নিজের পরিবার, প্রথম স্বামীর পরিবার, সমাজের যাবতীয় শাসন উপেক্ষা করে বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঊষা-চাকো। জনি চাকোর শেষকৃত্য মঙ্গলবার করা হবে বলে জানা গিয়েছে। 

আপাতত প্রয়াত চাকোর দেহ হাসপাতাল থেকে নিয়ে এসে ‘পিস ওয়র্ল্ডে’ রাখা হয়েছে। ইতিমধ্যেই চাকো এবং সঙ্গীতশিল্পীর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। দুই পরিবারের অধিকাংশ সদস্য থাকেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন তাঁরা। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এই বছরই ঊষা উত্থুপ দেশের তৃতীয় সবচেয়ে বড় নাগরিক সম্মান, পদ্ম ভূষণে সম্মানিত হন। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান পান তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট গানের সম্ভার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement