Advertisement

A R Rahman-এর মেয়ের গান শুনেছেন? সকলে ধন্য ধন্য করছে!

২৪ বছর বয়সী খাতিজার এই পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ভীষণ প্রশংসা কুড়োচ্ছে। নেটিজেনরা খাতিজার গান এবং তার কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ। খাতিজা ফিরদৌস দুবাই এক্সপো ২০২০-এ অর্কেস্ট্রার অংশ হয়েছিলেন। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে খাতিজা এই গান পরিবেশন করেন। ১৬ বছর বয়সি পিয়ানোবাদক Lydian Nadhaswaram-এর সঙ্গে দুবাই এক্সপোতে পারফর্ম করেন।

খাতিজা রহমান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2021,
  • अपडेटेड 4:30 PM IST
  • এ আর রহমানের মতোই তার মেয়ে খাতিজা রহমানও সঙ্গীত জগতে ছাপ ফেলতে প্রস্তুত।
  • খাতিজা তার প্রাণবন্ত কণ্ঠ দিয়ে মানুষকে অবাক করে দিলেন।

অস্কারজয়ী সংগীতশিল্পী ও গায়ক এ আর রহমানের জাদুকরি সঙ্গীত বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে রাজত্ব করে চলেছে। এ আর রহমানের মতোই তার মেয়ে খাতিজা রহমানও সঙ্গীত জগতে ছাপ ফেলতে প্রস্তুত। দুবাই এক্সপো ২০২০-এ (Dubai Expo 2020) খাতিজা তার প্রাণবন্ত কণ্ঠ দিয়ে মানুষকে অবাক করে দিয়েছিলেন।


খাতিজা রহমানের গান শুনে মানুষ মোহিত

২৪ বছর বয়সী খাতিজার এই পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ভীষণ প্রশংসা কুড়োচ্ছে। নেটিজেনরা খাতিজার গান এবং তার কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ। খাতিজা ফিরদৌস দুবাই এক্সপো ২০২০-এ অর্কেস্ট্রার অংশ হয়েছিলেন। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে খাতিজা এই গান পরিবেশন করেন। ১৬ বছর বয়সি পিয়ানোবাদক Lydian Nadhaswaram-এর সঙ্গে দুবাই এক্সপোতে পারফর্ম করেন।

ইভেন্টে, খাতিজা তার ডেবিউ সিঙ্গেল ফরিস্তোঁ গানটি করেন। গানটির সুর করেছেন তার বাবা এ আর রহমান। কন্যার ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন সংগীতশিল্পী। এটি শেয়ার করে মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান লিখেছেন, 'যাঁরা অ্যাঞ্জেলসে খাতিজা রহমানের গান মিস করেছেন তাঁদের জন্য। আপনার জন্য, বিশ্ব শিশু দিবস উদযাপন। ফিরদৌস অর্কেস্ট্রা এবং এক্সপো ২০২০ দুবাই-এর সকলকে ধন্যবাদ যাঁরা এই দর্শনীয় অনুষ্ঠানটির আয়োজন করেছেন।'

এ আর রহমান কন্যার গানের ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই খতিজার কণ্ঠ শুনে ভক্তরা পাগল হয়ে যান। অনেকে খাতিজার কণ্ঠস্বরকে স্বর্গীয় বলে বর্ণনা করেছেন। এ আর রহমানের কম্পোজিশনের প্রশংসাও করেছেন তাঁরা। খাতিজার সুন্দর কন্ঠ মানুষের মনে এমন জাদু ছড়িয়েছে যে তাঁরা বারবার শুনছেন গানটি। সকলেই বলছেন গানটির আরও প্রচার প্রয়োজন। একটি গানে খাতিজাকে রাতারাতি স্টারের মর্যাদা দিল।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement