Advertisement

Ramdhonu- Homosexuality: সমকামী প্রেমের গল্পে প্রান্তিক, গায়ক রূপে সামনে আসবেন ঋষভ

Prantik Banerjee- Rishav Chakraborty: বিভিন্ন আলোচনা, তরজা, মিছিল, প্রতিবাদ হলেও, দেশে এখনও সমকামীদের জীবন সহজ নয়। এবার সমকামী প্রেমের গল্প শোনাবেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। 

ঋষভ চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ঋষভ চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2023,
  • अपडेटेड 8:51 PM IST

'সমকামিতা' (Homosexuality) বর্তমানে একটি বহু পরিচিত শব্দ। কটাক্ষ, চোখ রাঙানি সব কিছুর মধ্যেও সমাজের কিছু মানুষ প্রতিদিন স্বপ্ন দেখেন তাদের মনের মানুষের সঙ্গে সুস্থ -স্বাভাবিক জীবনযাপনের। বিভিন্ন আলোচনা, তরজা, মিছিল, প্রতিবাদ হলেও, দেশে এখনও সমকামীদের জীবন সহজ নয়। এবার সমকামী প্রেমের গল্প (Homosexual Love Story) শোনাবেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। 

সমকামী প্রেমের এই গল্প ফুটে উঠবে নতুন এক মিউজিক ভিডিওতে (Music Video)। যেখানে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে প্রান্তিককে। গানটির নাম 'রামধনু' (Ramdhonu)। গানটি গেয়েছেন টেলি অভিনেতা ঋষভ চক্রবর্তী (Rishav Chakraborty)। এটাই তাঁর প্রথম মিউজিক ভিডিও। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অর্পণ বসাক। গানের সুর দিয়েছেন ঋষভ নিজেই ও গীতিকার সমিরণ বাড়ুই। প্রান্তিক ছাড়াও অভিনয় করছেন উদয় শঙ্কর সামন্ত।

 

আরও পড়ুন

রামধনুর সাত রং- এর ছোঁয়া থাকবে এই গল্পে। এছাড়াও লিরিক্যাল হিপ হপের উপস্থাপনায় থাকছেন শিল্পী টাইজেন রোহান। এই মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফি করবেন অর্ণব গুহ। চলতি মাসেই মিউজিক ভিডিওর শ্যুটিং হবে কলকাতা শহরে। 

 

 

প্রসঙ্গত, 'পান্ডব গোয়েন্দা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষভ চক্রবর্তী। বর্তমানে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে পর্ণার ভাই পিকলু চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত গানও চালিয়ে যান ঋষভ। সে প্রমাণ মেলেই তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই। 

Read more!
Advertisement
Advertisement