Advertisement

Rituparna-Jeetu Kamal: 'চোখ তুলে দেখো না...' ঋতুপর্ণার সঙ্গে জিতুর সে কী নাচ! VIDEO VIRAL

Rituparna-Jeetu Kamal: এখনও বিয়ের অনুষ্ঠানে হিট ঋতুপর্ণা ও প্রসেনজিতের চোখ তুলে দেখো না কে এসেছে গানটি। শুধু তাই নয়, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে কোনও অনুষ্ঠানে একসঙ্গে পেলে সকলেরই এই গানে নাচ করার দাবি ওঠে। বহু বাঙালি তারকাও তাঁর বিয়েতে এই গানের তালে নেচেই এন্ট্রি নিয়েছেন। প্রসেনজিৎ-ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর সেই আইকনিক গান।

জিতু-ঋতুপর্ণার নাচ ভাইরালজিতু-ঋতুপর্ণার নাচ ভাইরাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 9:50 AM IST
  • এখনও বিয়ের অনুষ্ঠানে হিট ঋতুপর্ণা ও প্রসেনজিতের চোখ তুলে দেখো না কে এসেছে গানটি।

এখনও বিয়ের অনুষ্ঠানে হিট ঋতুপর্ণা ও প্রসেনজিতের চোখ তুলে দেখো না কে এসেছে গানটি। শুধু তাই নয়, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে কোনও অনুষ্ঠানে একসঙ্গে পেলে সকলেরই এই গানে নাচ করার দাবি ওঠে। বহু বাঙালি তারকাও তাঁর বিয়েতে এই গানের তালে নেচেই এন্ট্রি নিয়েছেন। প্রসেনজিৎ-ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর সেই আইকনিক গান। আজও লোকের মুখে মুখে ফেরে। আর সেই গানের তালেই ফের নাচতে দেখা গেল ঋতুপর্ণাকে। তবে এবার নায়ক বদল। 

সম্প্রতি টিনসেল টাউনের এক পার্টিতে ঋতুপর্ণার সঙ্গে তাঁর সেই জনপ্রিয় গানে নাচতে দেখা গিয়েছে জিতু কমলকে। সেই ভিডিও জিতু নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। আর এই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। নায়ক লিখলেন, ‘তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।’ ভিডিওতে দেখা গিয়েছে, জিতুর সঙ্গে গানের তালে পা মেলাচ্ছেন ঋতুপর্ণা। এরপর জিতু অভিনেত্রীকে জড়িয়ে ধরেন। 

ভিডিওতে ঋতুপর্ণা-প্রসনেজিৎ জুটির বিখ্যাত ছবি 'শ্বশুর বাড়ি জিন্দাবাদ'-এর টাইটেল ট্র্যাকে হেসে হেসে নাচ করতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ও জিতু কমলকে। নাচের শেষে তাঁরা একে অপরে জড়িয়েও ধরেন। 'শ্বশুর বাড়ি জিন্দাবাদ'-এর এই গানটি আজও সমানভাবে জনপ্রিয়। একাধিক মাচাতে প্রসেনজিৎকেও এই গান গেয়ে নাচতে দেখা গিয়েছে। তবে প্রসেনজিতের বদলে সেই পার্টিতে ঋতুপর্ণাকে এই গানে যোগ্য সঙ্গ দিয়েছেন জিতু কমল। 

ছোটপর্দা থেকেই অভিনয়ে হাতেখড়ি জিতুর। একাধিক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করার পর এখন বড়পর্দাতেও নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ফেলেছেন। টলিপাড়ার পার্টিতেও জিতুকে নিয়মিত দেখা যায়। এ দিন ঋতুপর্ণার সঙ্গে নায়কের এই ভিডিও রীতিমতো ভাইরাল নেটপাড়ায়।  নায়িকার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি ও সোনালি রঙের চুড়িদার। সেই সঙ্গে হাতে চুরি, গলায় লম্বা হার ও কপালে বড় টিপ । অন্যদিকে, তাঁর পাশেই মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও রোদচশমায় নজর কেড়েছিলেন নায়ক।

Advertisement

কাজের সূত্রে, কিছুদিন আগেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে 'বাবুসোনা' ছবিতে দেখা গিয়েছিল জিতু কমলকে। তার মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর মেগার প্রোমো। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে জিতুর নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই মেগার নায়কের বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। এই মেগায় অসমবয়সী প্রেমের গল্প ফুটে উঠবে।

Read more!
Advertisement
Advertisement