শুরু হয়ে গেছে উৎসবের মরসুম (Festive Season)। দোরগোড়ায় বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। আর পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা এবং সেই সঙ্গে গান। পুজোর আগে নতুন গানের (Pujor Notun Gaan) দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বহু বাঙালি। সেই সমস্ত শ্রোতাদের জন্য দারুণ উপহার দিলেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। 'ওগো শোনো কে বাজায় বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়' (Ogo Shono Ke Bajay) - রবি ঠাকুরের এই গান (Rabindra Sangeet) এবার গাইলেন শিল্পী। পুরনো গান, একেবারে নতুন মোড়কে মহালয়ার আগের দিন মুক্তি পেল, এসভিএফ মিউজিকের (SVF Music) প্রযোজনায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান পুজোর গান না হলেও, এতে রয়েছে প্রেমের আবেদন। আর সাহানা বাজপেয়ীর কন্ঠে তা হয়ে উঠেছে আরও মনোমুগ্ধকর। 'ওগো শোনো কে বাজায়' গানটির সঙ্গীত আয়োজন করেছেন সামন্তক সিনহা। মিউজিক ভিডিওর পরিচালনা অর্কভ বন্দ্যোপাধ্যায়ের। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সোমনাথ হালদার।
আরও পড়ুন: 'পুজোর চার -পাঁচদিন কোনও কাজ রাখি না!' প্ল্যানিং থেকে ফ্যাশন টিপস, আড্ডায় রচনা
পুজোর মুখে এই গান মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত সাহানা বাজপেয়ী। তিনি বললেন, "রবীন্দ্রসঙ্গীতের বিকল্প সংস্করণ তৈরি করে এসভিএফ মিউজিক একটি চিত্তাকর্ষক কাজ করছে এবং আমি এই প্রোজেক্টের অংশ হতে পেরে আনন্দিত। এর আগে আমার গাওয়া 'মলয় বাতাসে', 'পথে চলে যেতে যেতে'-র মতো কয়েকটি গান, এসভিএফ মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। সেগুলি অত্যন্ত পছন্দ করেছেন শ্রোতারা। আমি আশা করি 'ওগো শোনো কে বাজায়'-র জন্যেও তারা একই রকম ভালোবাসার বর্ষণ করবেন। এটি পুজো গান নয়। তবু, এসভিএফ মিউজিক এই গানটিকে তাদের দুর্গা পুজোর রিলিজের একটি অংশ করেছে, তাই আমি আনন্দিত। ”
আরও পড়ুন: মুক্তির পর রিভিউ পড়তে 'আগ্রহী' নন আলিয়া! বললেন, ছবিটি চলবে নাকি...
প্রসঙ্গত, এসভিএফ মিউজিকের ব্যানারে পুজোর আগে আসছে আরও এক গান। নাকাশ আজিজ ও সেঁজুতি দাসের কণ্ঠে, 'এলো রে এলো পুজো' মিউজিক ভিডিওতে দেখা যাবে টেলিপাড়ার দুই পরিচিত মুখকে। 'মিঠাই'-র ওমি আগরওয়াল অর্থাৎ অভিনেতা জন ভট্টাচার্য এবং 'মন ফাগুন'-র পিহু অর্থাৎ সৃজলা গুহ এবার জুটি বেঁধেছেন এই গানে। জমজমাট নাচের এই গান, এবারের পুজোর অ্যান্থেম গান হয়ে উঠবে বলে বিশ্বাসী নির্মাতারা।