সঙ্গীত জগতের পর এবার মেগা সিরিয়ার জগতে বিয়োগ যন্ত্রণা। প্রয়াত পরিচালক সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury)। তাঁর আরও এক পরিচয়, তিনি প্রখ্যাত চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। মৃত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল ৪৪ বছর। তাঁর মতো একজন পরিচালকের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। শোকে পাথর গোটা পরিবারও।
জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্দীপ চৌধুরী। তড়িঘড়ি সন্দীপকে ইকবালপুর নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিডনির সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি। এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। চিকিৎসকদের লাগাতর প্রয়াসের পরেও শেষ রক্ষা হল না। মঙ্গলবার ৩ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
নিজের কেরিয়ারে 'এরাও শত্রু'র মতো মেগা সিরিয়ালের পরিচালনা করেছেন সন্দীপ চৌধুরী। এছাড়াও টলিউডের আরও অনেক প্রোডাকশানের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন চ্যানেলের সঙ্গে কাজ করেছেন সন্দীপ। সদ্যসমাপ্ত 'উড়ন তুবড়ি' ধারাবাহিকের সৃজনশীল পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি 'কন্যাদান' ধারাবাহিকের ডায়লগের দায়িত্বেও ছিলেন সন্দীপ চৌধুরী।
আগামিদিনেও বেশ কয়েকটি প্রোজেক্ট আসার কথা ছিল তাঁর। ঋতুপর্ণা সেনগুপ্ত-জিতু কমলের সঙ্গে একটি ছবি করার কথা ছিল সন্দীপ চৌধুরীর। ছবির নাম 'বিদ্রোহিনী'। এ ছাড়াও বেশ কিছু ধারাবাহিকে কাজের কথা চলছিল তাঁর। কিন্তু তার আগেই চিরতরে বন্ধ হয়ে গেলে সন্দীপের ক্যামেরার চোখ।
প্রয়াত সুমিত্রা সেন
অন্যদিকে এদিনই চলে গেলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ শিল্পী। অবশেষে আজ মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের প্রয়াণের খবর ফেসবুক পোস্টে জানান মেয়ে শ্রাবণী সেন (Srabani Sen)।
জানা গিয়েছে, আজ ভোর ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সুমিত্রা সেন। গতকাল অর্থাত্ সোমবারই তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। গত ২১ ডিসেম্বর সুমিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিল্পীর অপর মেয়ে ইন্দ্রাণী সেন (Indrani Sen) জানান, বাড়িতে আনার পরে উনি অনেকটা শান্তি পেয়েছিলেন। শেষের দিকে কিডনি ফেল করে যায়। সোমবার রাতেও লোকজনকে চিনতে পেরেছেন। আজ ভোর ৪টে নাগাদ তাঁর হার্ট অ্যাটাক হয়। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন - বিনামূল্যে মাধ্যমিকের টেস্ট পেপার বিলি করবে পর্ষদ, কীভাবে পাবে পরীক্ষার্থীরা?