Advertisement

Sarat Chandra Chattopadhyay : দেবদাস-পরিণীতা আরও কত, শরৎচন্দ্রের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে প্রায় ৫০টি ছবি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি যেমন একদিকে যুগে যুগে জয় করেছে পাঠকমনকে, অন্যদিকে তেমনই বিশেষভাবে গৃহিত হয়েছে চলচ্চিত্রমহলেও। তাঁর লেখা উপন্যাস, গল্প বা নাটককে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু ছবি। শরৎচন্দ্রের সৃষ্টি অবলম্বনে বাংলা, হিন্দি ও তেলেগু ভাষায় এখনও পর্যন্ত প্রায় ৫০টি ছবি তৈরি হয়েছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 15 Sep 2021,
  • अपडेटेड 5:57 PM IST
  • জন্ম হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরে
  • সবচেয়ে বেশিবার কাজ হয়েছে দেবদাস নিয়ে
  • বড়দিদি-দত্তা সহ আরও উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবি

'দেবদাস' দেখেছেন? বা 'পরিণীতা'? যদি দেখে থাকেন তাহলে নিশ্চয় এটা বলে দিতে হবে না, যে কার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সমস্ত ছবি। হ্যাঁ ঠিকই ধরেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। ১৮৭৬ সালে এই দিনেই হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর (Debanandapur) গ্রামে জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay)। সহজ ভাষার মধ্যে দিয়ে গল্প-উপন্যাসের বর্ণনাই ছিল তাঁর বিশেষত্ব। তার মধ্যে দিয়েই তিনি হয়ে উঠেছিলেন কথাশিল্পী। 

বহুবার তৈরি হয়েছে দেবদাস

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি যেমন একদিকে যুগে যুগে জয় করেছে পাঠকমনকে, অন্যদিকে তেমনই বিশেষভাবে গৃহিত হয়েছে চলচ্চিত্রমহলেও। তাঁর লেখা উপন্যাস, গল্প বা নাটককে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু ছবি। শরৎচন্দ্রের সৃষ্টি অবলম্বনে বাংলা, হিন্দি ও তেলেগু ভাষায় এখনও পর্যন্ত প্রায় ৫০টি ছবি তৈরি হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশিবার কাজ হয়েছে 'দেবদাস'কে (Devdas) নিয়ে। বিভিন্ন সময় 'দেবদাস' ছবিতে কাজ করেছেন, কে এল সায়গল, যমুনা দেবী, প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, শাহরুখ খান, জ্যাকি শ্রফ, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরী দীক্ষিতের মতো অভিনেতা অভিনেত্রীরা। এছাড়া শরৎচন্দ্রের আরও এক উপন্যাস 'পরিণীতা' (Parineeta) অবলম্বনেও একাধিকবার তৈরি হয়েছে ছবি। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)

তৈরি হয়েছে আরও ছবি

তালিকা এখানেই শেষ নয়, রয়েছে আরও। পর্দায় ফুটে উঠেছে 'বড়দিদি', 'দত্তা'র মতো উপন্যাসও। কোনও কোনও ক্ষেত্রে আবার কথাশিল্পীর উপন্যাসকে নির্ভর করে ভিন্ন নামে তৈরি হয়েছে ছবি। যেমন, পরিচালক হরিদাস ভট্টাচার্য 'শ্রীকান্ত' উপন্যাস অবলম্বনে তৈরি করেছিলেন 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' এবং 'ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদিদি' নামে পৃথক ২টি ছবি। আবার শরৎচন্দ্রের 'পথের দাবি' উপন্যাসের কাহিনি অবলম্বনে 'সব্যসাচী' ছবিটি তৈরি করেন পরিচালক পীযূষ বোস। 'নিষ্কৃতী' উপন্যাস কাহিনিকে ঘিরে তৈরি হয় 'আপনে পরায়ে' ছবিটি। পরিচালক কে বি তিলক একসময় কথাশিল্পীর 'বিন্দুর ছেলে' উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন' ছোটি বহু' (Chhoti Bahu)। 'মেজদিদি' উপন্যাস ঘিরে 'মাঝলি দিদি' ছবিটি তৈরি করেছিলেন পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়। আবার গুলজারের পরিচালনায় 'পণ্ডিত মশাই' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল 'খুশবু' (Khushboo) ছবিটি। 

Advertisement
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতে 'স্বামী'

১৯৭৭ সালে পরিচালক বাসু চট্টোপাধ্যায় তৈরি করেন 'স্বামী' (Swami) ছবিটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'স্বামী' উপন্যাস অবলম্বনেই ছবিটি তৈরি হয়েছিল। সেই ছবির ঝুলিত এসেছিল ৩টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, তার মধ্যে একটি ছিল সেরা গল্পের জন্য। যদিও যে সময় এই পুরস্কার আসে তখন আর শরৎচন্দ্র এই পৃথিবীতে ছিলেন না। এছাড়া তাঁর 'নববিধান' উপন্যাসকে ঘিরে 'তুমহারি পাখি' নামে একটি ধারাবাহিকও তৈরি হয় ২০১৩ সালে। সেইদিক থেকে দেখতে গেলে সাহিত্যের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র তথা বিনোদন জগতেও চিরউজ্জ্বল হয়ে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।  

আরও পড়ুনপর্যটকদের কাছে সুখবর, খুললো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement