Advertisement

Arijit Singh: পরনে গেরুয়া বসন-মাথায় তিলক, মহাকালেশ্বরে সস্ত্রীক অরিজিৎ, VIRAL VIDEO

Arijit Singh: কয়েক বছরের মধ্যে সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছেন গায়ক অরিজিৎ সিং। তাঁর অনুষ্ঠান মানেই মানুষের উপচে পড়া ভিড়। তাঁর গানের মূর্ছনায় মুহূর্তে ভাসেন অনুরাগীরা। অরিজিতের গান যেমন আনন্দ দেয়, তেমনি অবলীলায় আবেগে ভাসাতে পারে।

অরিজিৎ সিংঅরিজিৎ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 11:12 AM IST
  • কয়েক বছরের মধ্যে সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছেন গায়ক অরিজিৎ সিং।

কয়েক বছরের মধ্যে সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছেন গায়ক অরিজিৎ সিং। তাঁর অনুষ্ঠান মানেই মানুষের উপচে পড়া ভিড়। তাঁর গানের মূর্ছনায় মুহূর্তে ভাসেন অনুরাগীরা। অরিজিতের গান যেমন আনন্দ দেয়, তেমনি অবলীলায় আবেগে ভাসাতে পারে। খ্যাতির শীর্ষে বিরাজ করলেও অরিজিৎ একেবারে মাটির সঙ্গেই মিশে গিয়েছেন। সেই অরিজিৎ সিং এবার শিবের মন্দিরে গিয়ে পুজো দিলেন। 

মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী শহরের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিৎ সিং। সঙ্গে স্ত্রী কোয়েল। সস্ত্রীক অরিজিতের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অরিজিৎকে দেখা গিয়েছে গেরুয়া রঙের নামাবলী কুর্তা ও লাল রঙের ধুতিতে। অন্যদিকে তাঁর স্ত্রী কোয়েলও পরেছিলেন অরিজিতের ধুতির রঙের লাল শাড়ি। কোয়েলের গায়ে ছিল নীল রঙের শাল। দুজনের কপালেই ছিল হলুদ চন্দনের চওড়া তিলক। 

রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়। এদিন সকালে পুরোহিতের মাধ্যমে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎকে। পুরোহিত তাঁর গলায় ওঁং লেখা একটা লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ভষ্ম আরতিতে অংশগ্রহণ করেন গায়ক। আবার তাঁদের নন্দী হলে বেশকিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে অরিজিতের মহাকালেশ্বরে পুজো দেওয়ার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এই মুহূর্তে দেশ-বিদেশে একচেটিয়া শো করে চলেছেন অরিজিৎ। 

বর্তমানে দেশের একাধিক জায়গায় শো চলছে তাঁর। ১৯ এপ্রিল ইন্দোরে শো ছিল অরিজিতের। আর সেই শো সেরে রবিবার মহাকালেশ্বরে শিবের দর্শন করে এলেন সস্ত্রীক অরিজিৎ। এর আগে ডাচ ডিজে ও সঙ্গীতশিল্পী মার্টিন গ্যারিক্সের সঙ্গে শো করে ও গান রেকর্ড করে চর্চায় ছিলেন অরিজিৎ সিং। অরিজিৎ ও মার্টিনের যৌথ উদ্যোগে আসছে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। আরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গত মার্চে সেই গানেরই জ্যামিং সেশনে দেখা গিয়েছিল মার্টিনকে। পরে মুম্বই-এর শোতে একসঙ্গে সেই গান করেন এই দুই শিল্পী জুটি।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement