Advertisement

Mohit Chauhan Viral: লাইভ শো-তে স্টেজে হুমড়ি খেয়ে পড়লেন মোহিত, কেমন আছেন গায়ক? VIRAL VIDEO

Mohit Chauhan Viral: লাইভ শো চলাকালীন দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীতকার মোহিত চৌহান। গান গাইতে গাইতে আচমকাই মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। দেখা মাত্রই তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা।

মোহিত চৌহানমোহিত চৌহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 11:16 AM IST
  • লাইভ শো চলাকালীন দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীতকার মোহিত চৌহান।

লাইভ শো চলাকালীন দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীতকার মোহিত চৌহান। গান গাইতে গাইতে আচমকাই মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। দেখা মাত্রই তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা। তবে সূত্রের খবর, আপাতত সুস্থই রয়েছেন জনপ্রিয় গায়ক। বড় কোনও চোট তাঁর লাগেনি।

মধ্যপ্রদেশের ভোপালে এক কনসার্ট চলাকালীন এই ঘটনা ঘটে। গায়কের লাইভ শো ছিল ভোপালর সালানা ফেস্ট রেটিনা-তে। ঘটনাটি ঘটে সোমবার রাত ১১ টা নাগাদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে গায়ক রকস্টার ছবির নাদান পরিন্দে গাইতে গাইতে মঞ্চের একেবারে কোণায় চলে যায়। যেখানে মোহিতের পা সেখানে রাখা স্টেজ লাইটের সঙ্গে পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। । আর গায়ক ব্যালেন্স হারিয়ে পড়ে যান। তবে সঙ্গে সঙ্গে গায়ককে তোলার জন্য লোকজন চলে আসেন। 

তবে লাইভ শো-এর সময় যেরকমভাবে মোহিত পড়ে গিয়েছেন, সেখান থেকে বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু ৫৯ বছরের গায়কের সঙ্গে থাকা টিমের সদস্যরা তাঁকে সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করিয়ে দেন। কয়েক সেকেন্ডের ঘটনার পর মোহিত আবার পারফর্ম্যান্স শুরু করে দেন। সোমবার রাতের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। বর্তমানে মোহিত চৌহান ভাল আছেন। তাঁর কোনও ধরনের আঘাত লাগেনি।   

মোহিত চৌহানের ভিডিও ভাইরাল হওয়ার  পর এই খবরও ছড়িয়ে পড়ে যে মঞ্চে পড়ে যাওয়ার পর শিল্পীর আঘাত লেগেছে এবং তাঁকে এইমস ভোপালে ভর্তি করা হয়েছে। তবে এই খবর একদমই সত্যি নয়। কারণ তিনি এইমস ভোপালের ফেস্টেই গান গাইছিলেন। প্রসঙ্গত, মোহিত চৌহানের সুরেলা কন্ঠের শ্রোতার সংখ্যা নেহাত কম নয়। তাঁর গলা শুনলে একটা আলাদাই শান্তি অনুভব করেন অনেকে। সুফি গান ও রোম্যান্টিক গান দিয়ে বলিউডে মোহিত তাঁর আলাদা পরিচয় তৈরি করেছেন। ঝুলিতে হিট গানের সংখ্যা প্রচুর।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement