Advertisement

Monali Thakur: মোনালি রেগে গিয়ে মাঝপথেই কনসার্ট বন্ধ করলেন, ক্ষমাও চাইলেন, কেন? VIDEO VIRAL

Monali Thakur: হিন্দি থেকে বাংলা মোনালি ঠাকুরের ঝুলিতে রয়েছে একের পর এক হিট গান। তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশ। আইটেম সং হোক অথবা রোম্যান্টিক মোনালির গলায় সবই দারুণ মানায়। তবে সম্প্রতি একটি শোয়ের কারণে মোনালি ঠাকুরকে নিয়ে চর্চা চলছে বিস্তর।

মাঝপথে কনসার্ট ছাড়লেন মোনালি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Dec 2024,
  • अपडेटेड 3:39 PM IST
  • হিন্দি থেকে বাংলা মোনালি ঠাকুরের ঝুলিতে রয়েছে একের পর এক হিট গান।

হিন্দি থেকে বাংলা মোনালি ঠাকুরের ঝুলিতে রয়েছে একের পর এক হিট গান। তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশ। আইটেম সং হোক অথবা রোম্যান্টিক মোনালির গলায় সবই দারুণ মানায়। তবে সম্প্রতি একটি শোয়ের কারণে মোনালি ঠাকুরকে নিয়ে চর্চা চলছে বিস্তর। বারাণসী কনসার্টে মোনালির সঙ্গে ঘটা খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গায়িকা। শো-এর ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে গায়িকা কনসার্টের মাঝেই স্টেজ ছেড়ে বেড়িয়ে যান। মোনালি কনসার্ট সম্পূর্ণ করতে না পারার কারণে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন। সেই কনসার্টের ভিডিও ভাইরাল সোশ্যীল মিডিয়ায়। 

২২ ডিসেম্বর বারাণসীতে কনসার্ট ছিল মোনালির। যার জন্য গায়িকা ও তাঁর টিম নির্দিষ্ট দিনে বারাণসীতে পৌঁছে যান। কিন্তু সেখানে কনসার্টের অব্যবস্থা দেখে, গায়িকা তাঁর রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আর মাধপথেই কনসার্ট ছেড়ে চলে যান। আয়োজকদের ওপর মোনালি বেজায় ক্ষেপে যান। আয়োজকদের প্রতি ক্ষোভ উগরে গিয়ে মোনালি বলেন, বেশ কিছু বিষয় একেবারেই ‘অনৈতিক’। নৃত্যশিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করার সময় তিনি আহতও হতে পারতেন। তবে হঠাৎই শো শেষ করার জন্য, তিনি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন এবং একইসঙ্গে মোনালি পরে আরও ভালো অনুষ্ঠানেরও আশ্বাস দিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে গায়িকাকে বলতে শোনা যায়, ‘আমি অত্যন্ত হতাশ আমার টিমকে নিয়ে এখানে পারফর্ম করতে এসে। টাকা নিয়ে এরকম একটা স্টেজ তৈরি করেছে। একটা সময় খুব উত্তেজিত ছিলাম। তবে পরে সেটা বুঝতে পারি। পরিকাঠামো দেখার দায়িত্ব আয়োজকদের। বারবার, আমি বলেছিলাম যে আমার গোড়ালিতে আঘাত লাগতে পারে। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ যদিও মোনালির সব অভিযোগকে মিথ্যে বলেছেন আয়োজকরা। 

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আয়োজকদের অভিযোগ যে মোনালি তাঁদের হোটেলে প্রথমে চারঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করিয়েছে। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে মোনালি কথা বলতে চাননি। গায়িকার এই ধরনের আচরণের কারণে স্থানীয় সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা না বলেই চলে যায়। বর্তমানে মোনালি সুইৎজাল্যান্ডে থাকেন তাঁর স্বামীর সঙ্গে। তবে একাধিক কনসার্টের কারণে তাঁকে ভারতে আসতে হয়। ইন্ডিয়ান আইডল থেকে ওঠা মোনালির ঝুলিতে বাংলা ও হিন্দি একাধিক হিট গান রয়েছে।  

Advertisement

     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement