গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় ৩১ বছরের তরুণী চিকিৎসককে। তারপর থেকেই রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। আম জনতার পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদেরও প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে। তারকাদের পাশাপাশি সঙ্গীতশিল্পীদেরও মিছিল হয়েছিল। সেখানে পা মেলাতে দেখা গিয়েছিল গায়ক শিলাজিৎকে। এবার ছেলের জন্মদিনের শুভেচ্ছাবার্তাতেও পাওয়া গেল আরজি কর-কাণ্ডের প্রতিবাদের আঁচ।
১ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার শিলাজিৎ-পুত্র ধী মজুমদারের জন্মদিন। এদিন শিলাজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ছেলের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন। একটি ছবি ধী-এর ছোটবেলার, উপনয়নের সময়কার ছবি। সেই ছবিদুটো শেয়ার করে শিলাজিৎ পুরনো স্মৃতিতে ভাসলেন। গায়ক লিখলেন, 'আঠাশ বছর আগে ১ সেপ্টেম্বর রবিবার ছিল। বিকেল থেকে আমি কাঁকুরগাছির একটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকের একটা টেলিফোন বুথের বাইরে রোয়াকে বসে ছিলাম। আর তাকিয়ে ছিলাম অপারেশন থিয়েটারের লাল আলোটার দিকে। সন্ধ্যার পর তুই কাঁদলি। আর এখন ২০২৪-এ তুই বলছিস... ‘উই ওয়ান্ট জাস্টিস’! তোর কথা ফুটেছে! আমরা তোকে ভালবাসি।'
ছেলেকে জন্মদিনের ভালবাসা জানানোর আড়ালেও রয়ে গেল আরজি করের ঘটনার ছোঁয়া। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শহরে, মফঃস্বলে। আর সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে শিলাজিৎ-এর পরিবারেও। নিজেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন শিলাজিৎ। বাবার পাশাপাশি ছেলে ধীরও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ছেলের 'we want justice' বলাটাতে শিলাজিৎ তুলনা করলেন কথা ফোটার সঙ্গে। অর্থাৎ তাঁর প্রতিবাদের ভাষা বেরিয়েছে।
সঙ্গীত জগতেই নিজের কেরিয়ার গড়তে চান শিলাজিৎ পুত্র ধী। এমনকী ভাল চাকরিও ছাড়েন গানের নেশাতেই। সোশ্যাল মিডিয়ায় ড্রাম, গিটার বাজানোর ভিডিয়ো শেয়ার করে নেন হামেশাই। ভালো গানও গান। একাধিক কনসার্টেও দেখা মিলেছে তাঁর। এছাড়াও ধী-কে দেখা গিয়েছিল ওপেন টি বায়োস্কোপ সিনেমাতে। প্রসঙ্গত, ২০১৯ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ধী। ২৩ বছর বয়সী গায়কপুত্রের ব্যাপারে অভিযোগ ছিল, তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে ফিরছিলেন। তাঁর গাড়িতে থাকা অন্য দুই বন্ধুকেও মদ্যপ অবস্থায় পাওয়া যায়। গাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজাও।