চলে গেলেন BJP নেত্রী সোনালি ফোগাট (Sonali Phogat Death)। টিকটক স্টার হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ৪২ বছর বয়সী সোনালি মারা যায় গোয়ায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ২০১৯ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন সোনালি। সেই সময় তাঁর টিকটিক ভিডিও আলোচনায় এসেছিল।
সোমবার রাতে পুণেতে হৃদরোগে আক্রান্ত হন সোনালি। সেখানেই মারা যান। জানা যাচ্ছে, সেখানে BJP নেতাদের সঙ্গে গিয়েছিলেন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। বদলে ছিলেন প্রোফাইল পিকচারও। প্রাথমিকভাবে সোনালির মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে মনে করা হলেও পুলিশ এর তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : কেন সরকারি কর্মীদের DA দিতে পারছে না রাজ্য, সমাধান কোথায়?
বিগ বস-১৪ তেও অংশ নিয়েছিলেন সোনালি। সেই শো চলাকালীন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক তথ্য সামনে এনেছিলেন। জানিয়েছিলেন,স্বামীর মৃত্যুর পর একজন ব্যক্তি তাঁর জীবনে বড় পরিবর্তন এনেছিলেন। তাঁকে সাহায্য করেছিলেন। তবে কোনও কারণে সেই সম্পর্কটি আর এগোতে পারেনি। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি সোনালী।
সোনালি ফোগাট কে?
সোনালি ফোগাট ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর হরিয়ানার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে হিসার দূরদর্শনে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে সোনালি তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি যোগ দেন বিজেপিতে। তিনি লাইমলাইটে আসেন যখন তাঁর স্বামী সঞ্জয় মারা যান।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে আদমপুর থেকে সোনালিকে টিকিট দেয় BJP। নির্বাচনে পরাজিত হন তিনি। তবে ২০২০ সালে সোনালী ফোগাটের একটি Video খুব ভাইরাল হয়। সেই ভিডিওতে সোনালীকে এক অফিসারকে চপ্পল দিয়ে মারধর করতে দেখা যায়। সেই বছরই বিগ বস-১৪-এ সুযোগ পান তিনি।
সোনালি শুধুমাত্র টিকটিক স্টারই ছিলেন না। একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন তিনি।