Advertisement

Sourav Chakraborty: দ্বিতীয় বিয়ে মধুমিতার, প্রাক্তন স্বামীর মনেও 'বসন্ত', কার সঙ্গে প্রেম করছেন সৌরভ?

সরস্বতী পুজোর দিনই নতুন করে সংসার পেতেছেন প্রাক্তন। আর টলিপাড়ায় ফিসফাস, এবার নাকি সৌরভও নতুন সম্পর্কে জড়িয়েছেন। সদ্য বিয়ে হয়েছে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী মধুমিতার। আর সেদিনই চর্চিত প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে সৌরভকেও।

প্রেম করছেন সৌরভ-শুভস্মিতা?প্রেম করছেন সৌরভ-শুভস্মিতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 5:07 PM IST
  • সরস্বতী পুজোর দিনই নতুন করে সংসার পেতেছেন প্রাক্তন।

সরস্বতী পুজোর দিনই নতুন করে সংসার পেতেছেন প্রাক্তন। আর টলিপাড়ায় ফিসফাস, এবার নাকি সৌরভও নতুন সম্পর্কে জড়িয়েছেন। সদ্য বিয়ে হয়েছে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী মধুমিতার। আর সেদিনই চর্চিত প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে সৌরভকেও। আসলে ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সৌরভ নাকি প্রেম করছেন শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের গল্প এখন ‘টক অফ দ্য টাউন’। যদিও এই বিষয়ে একেবারেই স্পিক টি নট এই জুটি।

সৌরভ ও শুভস্মিতা এই দুজনকেই লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে দেখা যাচ্ছে। এই সিরিয়ালের মাধ্যমেই অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন সৌরভ। রিল লাইফের এই জুটি দর্শকদের বেশ পছন্দের। শোনা যাচ্ছে, সিরিয়ালের সেট থেকে ‘রিল জুটি’র বন্ধুত্ব গড়িয়েছে রিয়েল লাইফেও। মাঝে মধ্যেই তাঁদের শ্যুটিংয়ের বাইরে একসঙ্গে দেখা যাচ্ছে। জল্পনা তো আগে থেকেই ছিল, তবে তাতে ঘি পড়ল সরস্বতী পুজোর দিন সৌরভ-শুভস্মিতার বেশ কিছু ছবি দেখে। 

যেখানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের জুটিকে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে। একটা ছবিতে তো পর্দার দীপের গাল টিপে দিচ্ছেন ঝাঁপি। আর এইসব ছবি দেখার পর তাঁদের মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে কিনা, সেই জল্পনা তুঙ্গে। এই ছবি সামনে আসার পরই এই জল্পনা এখন চরমে উঠেছে। সরস্বতী পুজোর দিনও নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার পুজোয় সৌরভের গাড়ি করেই শুভস্মিতাকে আসতে দেখা যায়। তাহলে কি মধুমিতা অধ্যায়ের পর ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সৌরভ চক্রবর্তী?

সৌরভ যদিও বলছে একেবারে অন্য কথা। কাজের সূত্রেই শুভস্মিতার সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে তাঁর। তাই পর্দার নায়িকার সঙ্গে এহেন সমীকরণ দেখে যদি দর্শকমহল বাস্তবেই ভাবেন যে তাঁরা সম্পর্কে রয়েছেন, তাহলে বিষয়টাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বলে জানালেন ‘দীপ’ ওরফে সৌরভ। তবে এরই সঙ্গে সৌরভ এও জানিয়েছেন যে আগামী দিনে কী হবে তা তিনি বলতে পারছেন না। 

এই মুহূর্তে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দু’জনের জুটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে। টিআরপি তালিকায় এখনও সে ভাবে উপরের দিকে দেখা যায়নি এই ধারাবাহিককে। সৌরভ ও মধুমিতার বিয়ে হলেও তা সুখের হয়নি। বহু আগেই তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে। মধুমিতা তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করলেও সৌরভ নিজেকে সিঙ্গল বলেই দাবি করছেন। তবে শুভস্মিতার সঙ্গে এই বন্ধুত্ব অন্য দিকেই ইঙ্গিত করছে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement