Advertisement

Pushpa 2: 'পুষ্পা ২'-এর গুরুভার ছিল শ্রীজাতর কাঁধেই, কোন দায়িত্ব পালন করলেন কবি?

Pushpa 2: পুষ্পার পর 'পুষ্পা ২' নিয়েও গোটা দেশে তোলপাড়। রবিবারই প্রকাশ্যে এসেছে অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ট্রেলার। বাংলাতেও এই ছবি মুক্তি পাবে। যার অর্ধেক দায়িত্ব পালন করেছেন কবি শ্রীজাত। যদিও এই নিয়ে তিনি আগে কোনও কিছুই খোলসা করেননি।

পুষ্পা ২-এর সঙ্গে কী যোগ রয়েছে শ্রীজাতর?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 6:56 PM IST
  • পুষ্পার পর 'পুষ্পা ২' নিয়েও গোটা দেশে তোলপাড়।

পুষ্পার পর 'পুষ্পা ২' নিয়েও গোটা দেশে তোলপাড়। রবিবারই প্রকাশ্যে এসেছে অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ট্রেলার। বাংলাতেও এই ছবি মুক্তি পাবে। যার অর্ধেক দায়িত্ব পালন করেছেন কবি শ্রীজাত। যদিও এই নিয়ে তিনি আগে কোনও কিছুই খোলসা করেননি। কিন্তু ট্রেলার লঞ্চের দিনই সোশ্যাল মিডিয়ায় শ্রীজাত জানিয়ে দিলেন তিনি ঠিক কী কী ভূমিকা পালন করেছেন পুষ্পা ২-তে।  

শ্রীজাত লিখেছেন, ‘কেবল সবক’টা গান লিখেই ছুটি হয়নি আমার। উল্টে গোটা ছবির সংলাপ লেখার গুরুভারও এসে চেপেছিল কাঁধে। খুবই কঠিন কাজ, যে একবার না-করেছে, তার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিকে সময়সীমা মাথায় রেখে নিজের ভাষায় অকৃত্রিম ভাবে সাজানোর কাজ যথেষ্ট ঝামেলার। এ নিয়ে পরে একখানা লম্বা রচনাও লেখা যেতে পারে।’

আর শ্রীজাতর এই পোস্ট দেখেই স্পষ্ট যে এই ছবির সব গান ও ছবির সংলাপও লিখেছেন তিনি। শ্রীজার পোস্ট থেকেই জানা গিয়েছে যে তিনি এই প্রজেক্টের জন্য দিনরাত এক করে কাজ করেছেন। তবে এই কাজে তিনি সঙ্গ পেয়েছেন বেশ কিছু তরুণ তুর্কিদেরও। এক সংবাদমাধ্যমের কাছে কবি জানিয়েছেন যে এই ছবির সুরকার দেবী শ্রী প্রসাদ বাংলায় গান লেখার জন্য লেখকের খোঁজ করছিলেন। তখন শ্রেয়াই তাঁর নাম বলেন। এরপরই পুষ্পা ২-এর নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। 

তবে গান লিখেই নয়, শ্রীজাতকে দিয়ে এই ছবির বাংলা সংলাপও লেখানো হয়। তাও তিন সপ্তাহের মধ্যে। বাংলা পুষ্পা-২-তে গান গেয়েছেন আর এক বাঙালি শিল্পী তিমির বিশ্বাস। একটি রোম্যান্টিক গান রয়েছে শ্রেয়ার কণ্ঠে। সবকিছু মিলিয়ে পুষ্পা ২-এর বাংলা ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা প্রবল। সোশ্যাল মিডিয়ায় শ্রীজাত এই খবর দিতে ভেসেছেন শুভেচ্ছাবার্তাতে। 'পুষ্পা-দ্য রাইজ' ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম একটা হিট ছবি। সেই ছবির জনপ্রিয়তা ছিল এতটাই যে সেই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে আরও বেশি ভাষায়। তাদের মধ্যে একটি হল বাংলা। আর এই ছবি মুক্তির পিছনে হাত রয়েছে যে এক বাঙালির, তা ভেবে আপ্লুত হচ্ছেন সবাই। শ্রীজাত তাঁর পোস্টের সঙ্গে বাংলা ট্রেলারটিও শেয়ার করেছেন। ট্রেলারে যথাযথ সংলাপ দেখেই প্রশংসার বন্যায় ভেসেছেন শ্রীজাত।

Advertisement

রবিবার পটনায় অল্লু অর্জুন ও রশ্মিকার পুষ্পা ২-এর ট্রেলার লঞ্চ ঘিরে ছিল উত্তেজনা তুঙ্গে। ‘পুষ্পা ২ দ্য রুল’-এর ট্রেলারে রশ্মিকা ও অল্লুর রূপে আরও একবার মুগ্ধ সকলে। এ বার আরও বেশি চমক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। তাই আপাতত মুক্তির অপেক্ষায় সকলেই। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement